Guess The Star

Bollywood: বাজারে কোটি কোটি ধার, পাওনাদারদের তাড়া, বাধ্য হয়ে ছেলের স্কুলের সামনে সবজি বিক্রি করেন এই সুপারহিট তারকা, নাম জানলে বিশ্বাসই হবে না

অনেকেরই ধারণা, রুপোলি পর্দার তারকাদের গ্ল্যামারে মোড়া জীবনে কিছুর-ই অভাব নেই! কিন্তু এটা অনেকেই ভুলে যান, তারকাদের স্ট্রাগলও কিছু কম নয়। সাফল্যের চূড়ায় পৌঁছাতে কম কালঘাম ছোটে না। অনেকে আবার সাফল্যে পৌঁছাতেই ব্যর্থ হন। অনেকে আবার সাফল্যে পৌঁছেও সেই জায়গা ধরে রাখতে পারেন না, মুখ থুবড়ে পড়েন। যেমন এই তুমুল জনপ্রিয় তারকার কথাই ধরুন না কেন! সাফল্যের শীর্ষ থেকে তিনি এমন এক জায়গায় পৌঁছন যেখানে বাজারের ধার মেটাতে তাঁকে ছেলের স্কুলের সামনে সবজি বিক্রি করতে হয়। কার কথা হচ্ছে বলুন তো?
অনেকেরই ধারণা, রুপোলি পর্দার তারকাদের গ্ল্যামারে মোড়া জীবনে কিছুর-ই অভাব নেই! কিন্তু এটা অনেকেই ভুলে যান, তারকাদের স্ট্রাগলও কিছু কম নয়। সাফল্যের চূড়ায় পৌঁছাতে কম কালঘাম ছোটে না। অনেকে আবার সাফল্যে পৌঁছাতেই ব্যর্থ হন। অনেকে আবার সাফল্যে পৌঁছেও সেই জায়গা ধরে রাখতে পারেন না, মুখ থুবড়ে পড়েন। যেমন এই তুমুল জনপ্রিয় তারকার কথাই ধরুন না কেন! সাফল্যের শীর্ষ থেকে তিনি এমন এক জায়গায় পৌঁছন যেখানে বাজারের ধার মেটাতে তাঁকে ছেলের স্কুলের সামনে সবজি বিক্রি করতে হয়। কার কথা হচ্ছে বলুন তো?
কথা হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় মুখ রাজেশ কুমারের। তিনি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। ‘এক মহল হো স্বপ্নো কা’, ‘ঘর এক মন্দির’, ‘কুসুম’, ‘কৃষ্ণ অর্জুন’-এর মতো একাধিক হিন্দি ধারাবাহিকে তাঁর দেখা মিলেছে। কিন্তু রাজেশের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে 'সারাভাই ভার্সেস সারাভাই’ এবং ‘বা বহু অওর বেবি’ ধারাবাহিকে অভিনয়ের পর।

কথা হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় মুখ রাজেশ কুমারের। তিনি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। ‘এক মহল হো স্বপ্নো কা’, ‘ঘর এক মন্দির’, ‘কুসুম’, ‘কৃষ্ণ অর্জুন’-এর মতো একাধিক হিন্দি ধারাবাহিকে তাঁর দেখা মিলেছে। কিন্তু রাজেশের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ এবং ‘বা বহু অওর বেবি’ ধারাবাহিকে অভিনয়ের পর।
কিন্তু সাফল্যের চূড়ায় থাকাকালীন আচমকাই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রাজেশ। শুরু করেন চাষাবাদ সংক্রান্ত ব্যবসা। কিন্তু ব্যবসাটা দাঁড়ায় না। যে কাছের বন্ধুরা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারাও সরে যায়। সীমাহীন দারিদ্র্য, বাজারে কোটি কোটি টাকার ধার, পাওনাদারদের তাড়া... বিপর্যস্ত হয়ে পড়েন রাজেশ কুমার।
কিন্তু সাফল্যের চূড়ায় থাকাকালীন আচমকাই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রাজেশ। শুরু করেন চাষাবাদ সংক্রান্ত ব্যবসা। কিন্তু ব্যবসাটা দাঁড়ায় না। যে কাছের বন্ধুরা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারাও সরে যায়। সীমাহীন দারিদ্র্য, বাজারে কোটি কোটি টাকার ধার, পাওনাদারদের তাড়া… বিপর্যস্ত হয়ে পড়েন রাজেশ কুমার।
শেষপর্যন্ত কিছু রোজগারের আশায় রাজেশ কুমার বাধ্য হন ছেলের স্কুলের সামনে সবজি বিক্রি করতে।
শেষপর্যন্ত কিছু রোজগারের আশায় রাজেশ কুমার বাধ্য হন ছেলের স্কুলের সামনে সবজি বিক্রি করতে।
রাজেশ জানান, ২০১৭ সালে তিনি অভিনয় ছেড়ে চাষাবাদ সংক্রান্ত একটি স্টার্টআপ খুলবেন ঠিক করেন। ব্যবসায় বিনিয়োগের জন্য রাজেশ তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অনেকে পূর্বে আশ্বাস দিলেও পরে পিছিয়ে যায়।
রাজেশ জানান, ২০১৭ সালে তিনি অভিনয় ছেড়ে চাষাবাদ সংক্রান্ত একটি স্টার্টআপ খুলবেন ঠিক করেন। ব্যবসায় বিনিয়োগের জন্য রাজেশ তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অনেকে পূর্বে আশ্বাস দিলেও পরে পিছিয়ে যায়।
ব্যবসা ডুবে যাওয়ার পর রাজেশ তাঁর ছেলের স্কুলের সামনে গিয়ে সব্জি বিক্রি করতেন। তিনি বলেন, ‘‘আমায় সব্জি বিক্রি করতে দেখে লোকজন ভাবতামার বোধহয় মাথা কাজ করছে না। এক দিন আমার ছেলে আমায় সব্জি বিক্রি করতে দেখে ফেলে। তখন ও তৃতীয় শ্রেণিতে পড়ত। ও বিন্দুমাত্র লজ্জিত হয়নি, উলটে ওর স্কুলের শিক্ষকদের কাছে অনুরোধ করেছিল, যেন সকলে আমার কাছ থেকে সব্জি কেনেন।’’
ব্যবসা ডুবে যাওয়ার পর রাজেশ তাঁর ছেলের স্কুলের সামনে গিয়ে সব্জি বিক্রি করতেন। তিনি বলেন, ‘‘আমায় সব্জি বিক্রি করতে দেখে লোকজন ভাবতামার বোধহয় মাথা কাজ করছে না। এক দিন আমার ছেলে আমায় সব্জি বিক্রি করতে দেখে ফেলে। তখন ও তৃতীয় শ্রেণিতে পড়ত। ও বিন্দুমাত্র লজ্জিত হয়নি, উলটে ওর স্কুলের শিক্ষকদের কাছে অনুরোধ করেছিল, যেন সকলে আমার কাছ থেকে সব্জি কেনেন।’’