বিনোদন Bollywood: মা-বাবার ‘অবাঞ্ছিত’ মেয়ে, নিজের নকল প্রেগন্যান্সি, সীমাহীন দারিদ্র থেকে আজ বলিউডের ‘রানি’ এই গায়িকা,কে বলুন তো? পড়ুন Gallery October 25, 2024 Bangla Digital Desk এই গায়িকা এখন বলিউড রাজ করেন। কোটি-কোটি ফ্যান ফলোয়ার, বিশাল বাড়ি, গাড়ির পর গড়ি, টাকার সমুদ্র। কিন্তু শুরুটা এরকম ছিল না। একসময় সীমাহীন দারিদ্রই ছিল তাঁর একমাত্র সম্বল মাত্র ৪ বছর বয়সেই রোজগারের তাগিদে গান গাওয়া শুরু। বাবা শিঙাড়া বেচতেন, এক-কামড়ার ভাড়া বাড়ি, ‘অবাঞ্ছিত’ মেয়েকে গর্ভপাত করে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা-মা, কার কথা হচ্ছে বলুন তো? আজকের ভারতের অন্যতম সুপারহিট-জনপ্রিয় গায়িকা একসময় থাকতেন ছোট্ট একফালি ভাড়া বাড়িতে। সেই একটা ঘরেই কোনওমতে মাথা গুঁজত গোটা পরিবার। সেই কোন ছোট্ট বয়স থেকে দিন-রাত কাজ করতেন দুটো টাকার জন্য। কিন্তু আজ তাঁর বাংলো দেখলে চোখ কপালে উঠবে। টাকা-যশ-ফ্যান-ফলোয়ার কিছুর অভাব নেই। কার কথা হচ্ছে বলুন তো? কথা হচ্ছে নেহা কক্করের ঋষিকেশে জন্ম নেহার। ৯০-এর শুরুর দিকে নেহার পরিবার দিল্লিতে চলে আসেন। মাত্র ৪ বছর বয়সে নেহা স্থানীয় ফাংশন, ধর্মীয় জমায়েত, শোয়ে গান গাইতেন। পেতেন ৫০ টাকা। সেই দিয়ে সংসার চালাত তার পরিবার। নেহা কোন-ওদিন প্রথাগতভাবে গান শেখেননি, তাও ইন্ডিয়ান আইডল-এর অডিশন-এ যান, কিন্তু হেরে যান। তবুও থামে না নেহার পথচলা নেহার প্রথম ইউটার্ন– প্রীতমের সঙ্গে গাওয়া ‘ককটেল’ ছবির গান ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’। গানটি চার্টবাস্টার হয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি নেহাকে। যে ইন্ডিয়ান আইডল থেকে একদা বাদ পড়েছিলেন, পরে সেই ইন্ডিয়ান আইডল-এর বিচারকের আসনেই বসেন নেহা কক্কর। তাঁর ভাই টনি কক্কর-ও জনপ্রিয় গায়ক। নেহার গাওয়া ক্যুইন ছবির ‘লন্ডন ঠুমকাডা’, ইয়ারিয়াঁ-র ‘সানি সানি’, সত্যমেব জয়তে-র ’ দিলবর’, সিমবা-র ’ আঁখ মারে’ সুপরাহিট হয়।