Meet The Actress

Bollywood: ‘স্টার কিড’ হয়েও স্কুলের মাইনের টাকা ছিল না, বাসে করে যেতেন, আজ সেই বলি-নায়িকা থাকেন ৮০০ কোটির বাড়িতে, নামটা শুনলে বিশ্বাস-ই হবে না

আমাদের ধারণা 'স্টার কিড'-রা মুখে সোনার চামচ নিয়ে বড় হন! কিন্তু সবসময় এই ধারণা সত্যি নয়! বলিউডে এমন একজন নায়িকা আছেন, যাঁর জন্ম বলিউডের 'হেভিওয়েট' পরিবারে। বাবা-কাকা-জ্যেঠু সবাই এক-সে-বরকর-এক তারকা। কিন্তু তবুও ছোটবেলায় নিদারুণ দারিদ্রের মধ্যে কেটেছে তাঁর জীবন। একটা সময়ে তাঁর স্কুলের বেতন দিতে পারেননি বাবা, স্কুল যেতেন বাসে ধাক্কা খেতে খেতে, যদিও আজ তিনি ৮০০ কোটির বাড়িতে থাকেন। বলুন তো কোন নায়িকার কথা বলা হচ্ছে? নামটা শুনলে রীতিমত চমকে উঠবেন।
আমাদের ধারণা ‘স্টার কিড’-রা মুখে সোনার চামচ নিয়ে বড় হন! কিন্তু সবসময় এই ধারণা সত্যি নয়! বলিউডে এমন একজন নায়িকা আছেন, যাঁর জন্ম বলিউডের ‘হেভিওয়েট’ পরিবারে। বাবা-কাকা-জ্যেঠু সবাই এক-সে-বরকর-এক তারকা। কিন্তু তবুও ছোটবেলায় নিদারুণ দারিদ্রের মধ্যে কেটেছে তাঁর জীবন। একটা সময়ে তাঁর স্কুলের বেতন দিতে পারেননি বাবা, স্কুল যেতেন বাসে ধাক্কা খেতে খেতে, যদিও আজ তিনি ৮০০ কোটির বাড়িতে থাকেন। বলুন তো কোন নায়িকার কথা বলা হচ্ছে? নামটা শুনলে রীতিমত চমকে উঠবেন।
বলা হচ্ছে করিনা কাপুরের কথা। শুনে অবাক হলেন তো? কাপুর খানদানের মেয়ে এতটা অভাব দেখেছেন, বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু সত্যিই, চরম দারিদ্রে কেটেছে করিনার শৈশবের একটা সময়।
বলা হচ্ছে করিনা কাপুরের কথা। শুনে অবাক হলেন তো? কাপুর খানদানের মেয়ে এতটা অভাব দেখেছেন, বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু সত্যিই, চরম দারিদ্রে কেটেছে করিনার শৈশবের একটা সময়।
'দ্য কপিল শর্মা শো'-এ এসে একবার করিনা-করিশ্মার বাবা রনধীর কাপুর জানান, ৮০ দশকে মারাত্মক অভাব ছেঁকে ধরেছিল তাঁর পরিবারকে। তিনি বলেন, দুই মেয়ের স্কুলের বেতন দেওয়ার টাকা পর্যন্ত ছিল না।
‘দ্য কপিল শর্মা শো’-এ এসে একবার করিনা-করিশ্মার বাবা রনধীর কাপুর জানান, ৮০ দশকে মারাত্মক অভাব ছেঁকে ধরেছিল তাঁর পরিবারকে। তিনি বলেন, দুই মেয়ের স্কুলের বেতন দেওয়ার টাকা পর্যন্ত ছিল না।
২০১১ সালে একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করিনা জানান, তিনি আর করিশ্মা ছোটবেলায় কোন-ও দিন-ই প্রাচুর্যের মধ্যে বড় হননি।
২০১১ সালে একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করিনা জানান, তিনি আর করিশ্মা ছোটবেলায় কোন-ও দিন-ই প্রাচুর্যের মধ্যে বড় হননি।
করিনা জানান, করিশ্মা কাপুর লোকাল ট্রেনে চেপে কলেজ যেত আর তিনি বাসে করে স্কুল যেতেন।
করিনা জানান, করিশ্মা কাপুর লোকাল ট্রেনে চেপে কলেজ যেত আর তিনি বাসে করে স্কুল যেতেন।
২০০০ সালে বলিউডে পা রাখেন করিনা কাপুর। 'এ-লিস্টার' হতে সময় নেননি। বহুদিন পর্যন্ত তিনি ভারতের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা ছিলেন।

২০০০ সালে বলিউডে পা রাখেন করিনা কাপুর। ‘এ-লিস্টার’ হতে সময় নেননি। বহুদিন পর্যন্ত তিনি ভারতের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা ছিলেন।
বর্তমানে ছবি করা একেবারেই কমিয়ে দিয়েছেন বেবো। স্বামী দুই ছেলে, সংসার নিয়েই বেশিরভাগ সময়টা কাটান। সূত্রের খবর, এখন ছবি প্রতি করিনা নিয়ে থাকেন ৮-১৮ কোটি।
বর্তমানে ছবি করা একেবারেই কমিয়ে দিয়েছেন বেবো। স্বামী দুই ছেলে, সংসার নিয়েই বেশিরভাগ সময়টা কাটান। সূত্রের খবর, এখন ছবি প্রতি করিনা নিয়ে থাকেন ৮-১৮ কোটি।
বর্তমানে করিনার মোট সম্পত্তির পরিমাণ ৪৮০ কোটি। তিনি পাতাওদির বেগম-ও। পতাওদি প্যালেস-কেই নিজের বাড়ি বলেন তিনি। পাতাওদি প্যালেসের বর্তমান মূল্য ৮০০ কোটি। তিনি একমাত্র অভিনেতা যাঁর কাছে এত টাকা মূল্যের বাড়ি আছে।
বর্তমানে করিনার মোট সম্পত্তির পরিমাণ ৪৮০ কোটি। তিনি পাতাওদির বেগম-ও। পতাওদি প্যালেস-কেই নিজের বাড়ি বলেন তিনি। পাতাওদি প্যালেসের বর্তমান মূল্য ৮০০ কোটি। তিনি একমাত্র অভিনেতা যাঁর কাছে এত টাকা মূল্যের বাড়ি আছে।