Meet superstar

Bollywood: এই নায়িকা ১ মিনিটে কামান ১ কোটি, অথচ একসময় টাকার অভাবে এক-বেলা খেতেন,হোটেলে কাজ করতেন

স্টারডমে পৌঁছনোর আগে সব নায়ক-নায়িকাদের-ই স্ট্রাগল করতে হয়। কার-ও লড়াই কম,কার-ও বা বেশি। ইন্ডাস্ট্রিতে এমন একজন নায়িকা আছেন, যিনি একসময় টাকার অভাবে এক-বেলা খেতেন, ৫০০ টাকার জন্য হোটেলে কাজ করতেন, অথচ আজ তিনি সুপারস্টার, ১ মিনিটে কামান ১ কোটি। কার কথা বলা হচ্ছেন বলুন তো?
স্টারডমে পৌঁছনোর আগে সব নায়ক-নায়িকাদের-ই স্ট্রাগল করতে হয়। কার-ও লড়াই কম,কার-ও বা বেশি। ইন্ডাস্ট্রিতে এমন একজন নায়িকা আছেন, যিনি একসময় টাকার অভাবে এক-বেলা খেতেন, ৫০০ টাকার জন্য হোটেলে কাজ করতেন, অথচ আজ তিনি সুপারস্টার, ১ মিনিটে কামান ১ কোটি। কার কথা বলা হচ্ছেন বলুন তো?
কথা হচ্ছে সুপারহিট নায়িকা সামান্থা রউথ প্রভুর। আজ তিনি সাফল্যের শীর্ষে, থাকেন ৮০ কোটির বাংলোতে। কিন্তু একসময়ে তিনি লাগামহীন দারিদ্র্য দেখেছেন।
কথা হচ্ছে সুপারহিট নায়িকা সামান্থা রউথ প্রভুর। আজ তিনি সাফল্যের শীর্ষে, থাকেন ৮০ কোটির বাংলোতে। কিন্তু একসময়ে তিনি লাগামহীন দারিদ্র্য দেখেছেন।
শুধু দক্ষিণী সিনেমা নয়, বলিউডেও সমান জনপ্রিয় সামান্থা। আজ তিনি টাকার পাহাড়ে থাকেন, কিন্ত একসময় তিনি কয়েকটা টাকার জন্য পার্ট-টাইম কাজ করতেন। তাঁর ভাষায়, '' টাকা বাঁচাতে টানা ২ মাস একবেলা করে খেয়েছি। যা কাজ পেতাম তাই করতাম। তখন কষ্ট করেছিলাম বলে, আজ এখানে।''
শুধু দক্ষিণী সিনেমা নয়, বলিউডেও সমান জনপ্রিয় সামান্থা। আজ তিনি টাকার পাহাড়ে থাকেন, কিন্ত একসময় তিনি কয়েকটা টাকার জন্য পার্ট-টাইম কাজ করতেন। তাঁর ভাষায়, ” টাকা বাঁচাতে টানা ২ মাস একবেলা করে খেয়েছি। যা কাজ পেতাম তাই করতাম। তখন কষ্ট করেছিলাম বলে, আজ এখানে।”
হোটেলে ৮ ঘণ্টা কাজ করে ৫০০ টাকা পেয়েছিলেন সামান্থা। সেই সময় তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। ২০ বছর বয়সে পার্ট-টাইম চাকরি করা শুরু করেন। তারপর শুরু করেন মডেলিং। সেই সময়-ই তিনি নজরে পড়েন রবি বর্মার।
হোটেলে ৮ ঘণ্টা কাজ করে ৫০০ টাকা পেয়েছিলেন সামান্থা। সেই সময় তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। ২০ বছর বয়সে পার্ট-টাইম চাকরি করা শুরু করেন। তারপর শুরু করেন মডেলিং। সেই সময়-ই তিনি নজরে পড়েন রবি বর্মার।
রবি বর্মা-র হাত ধরেই সিনেমা জগতে পা রাখেন সামান্থা। তাঁর প্রথম ব্রেক নাগা চৈতন্যর বিপরীতে ' ইয়ে মায়া চেসাভে'। ছবিটি ব্লাকবাস্টার হিট করে।
রবি বর্মা-র হাত ধরেই সিনেমা জগতে পা রাখেন সামান্থা। তাঁর প্রথম ব্রেক নাগা চৈতন্যর বিপরীতে ‘ ইয়ে মায়া চেসাভে’। ছবিটি ব্লাকবাস্টার হিট করে।
প্রথম ছবির জন্য সামান্থা সেরা অভিনেত্রী (তেলেগু)-র ফিল্ম ফেয়ার পুরষ্কার পান। পাশাপাশি জিতে নেন ফিল্ম ফেয়ার -এর সেরা ডেবিউ-এর খেতাব। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি সামান্থাকে।
প্রথম ছবির জন্য সামান্থা সেরা অভিনেত্রী (তেলেগু)-র ফিল্ম ফেয়ার পুরষ্কার পান। পাশাপাশি জিতে নেন ফিল্ম ফেয়ার -এর সেরা ডেবিউ-এর খেতাব। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি সামান্থাকে।
'পুষ্পা ২'-এর ৪ মিনিটের গান ' ও অন্তভা'-র জন্য তিনি নিয়েছিলেন ৫ কোটি।
‘পুষ্পা ২’-এর ৪ মিনিটের গান ‘ ও অন্তভা’-র জন্য তিনি নিয়েছিলেন ৫ কোটি।