কলকাতার ক্রিকেট দল কিনলেন করিনা কাপুর ও সইফ আলি খান

কলকাতা: আইপিএল ২০২৪ নিয়ে উত্তাপের মাঝেই কলকাতাবাসীর জন্য সুখবর। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের পর এবার কলকাতার আরও এক ক্রিকেট কিনলেন বলিউডের আরও এক তারকা জুটি। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দল কিনলেন করিনা কপুর ও সইফ আলি খান।

আইপিএলের অনুকরণেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। গলি ক্রিকেটের উন্নতির জন্য এই লিগ শুরু করা হচ্ছে। বিসিসিআই সরাসরি যুক্ত না থাকলেও রয়েছে ভারতীয় বোর্ডের একাধিক কর্তা। সোশ্যাল মিডিয়ায় কলকাতার দল কেনার বিষযে জানান করিনা কাপুর ও সইফ আলি খান। ছবিও শেয়ার করেন বলিউডের তারকা জুটি।

সোশ্যাল মিডিয়ায় করিনা লেখেন,”আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে আমরা কলকাতা দলের মালিকানা নিলাম। আমার পরিবারে ক্রিকেট রয়েছে। আনকোরা তরুণ ক্রিকেটারদের জন্য এটা একটা দারুণ মঞ্চ হতে চলেছে। আমরা জেতার জন্য যাবতীয় চেষ্টা করব।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024 schedule:টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, কবে মেগা ম্যাচ, রইল টিম ইন্ডিয়ার সূচি

প্রসঙ্গত, ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে প্রতিযোগিতা। টি-১০ ফর্ম্যাটে হবে প্রতিযোগিতা। সইফ-করিনার কলকাতা ছাড়াও আরও ৫ শহরর দল অংশ নেবে। শ্রীনগর, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই হায়দরাবাদ। এই দলগুলির মালিকও সকলেই বড় পর্দার তারকা। তারা হলেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন, সুরিয়া এবং রাম চরণ। ফলে আইপিএলের মত এই প্রতিযোগিতাতেও গ্ল্যামারের কমতি থাকবে না।