১৯৬৭ সালে চিকিৎসক জেমস বেডফোর্ডের দেহ প্রথম ক্রয়োনিক্স পদ্ধতিতে সংরক্ষণ হয়। তার পর এই পদ্ধতিতর সঙ্গে জুড়ে যায় একটি সংস্থা। তারাই বারবার দাবি করে আসছে, মানুষের পুনরায় বেঁচে ওঠা সম্ভব। তবে সেটা কয়েক বছরের প্রক্রিয়া।

Brain Stroke: কোন ব্লাড গ্রুপের অল্প বয়সে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি? কার কম? চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণার

ইদানীং বেড়েছে ব্রেন স্ট্রোকের ঘটনা। শুধু বয়স্ক নন, তরুণ প্রজন্মের মধ্যেও ব্রেন স্ট্রোক বাড়ছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, একটি বিশেষ ব্লাড গ্রুপের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, বিশেষ করে অল্প বয়সে।
ইদানীং বেড়েছে ব্রেন স্ট্রোকের ঘটনা। শুধু বয়স্ক নন, তরুণ প্রজন্মের মধ্যেও ব্রেন স্ট্রোক বাড়ছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, একটি বিশেষ ব্লাড গ্রুপের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, বিশেষ করে অল্প বয়সে।
The University of Maryland School of Medicine (UMSOM)-এর গবেষণা বলছে, একটি বিশেষ ব্লাড গ্রুপের মানুষের ৬০ বছরের আগে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি।
The University of Maryland School of Medicine (UMSOM)-এর গবেষণা বলছে, একটি বিশেষ ব্লাড গ্রুপের মানুষের ৬০ বছরের আগে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি।
গবেষণায় ৬০০,০০০ মানুষের ডেটা অ্যানালিসিস করা হয় যাঁদের স্ট্রোক হয়নি এবং ১৭,০০০ মানুষের ডেটা অ্যানালিসিস করা হয় যাঁদের ইসকিমিক স্ট্রোক হয়েছে। রোগীদের জেনেটিক ডেটা খতিয়ে দেখার পর দেখা যায়, ব্লাড গ্রুপ ও অল্প বয়সে স্ট্রোকের মধ্যে একটি যোগসূত্র রয়েছে।
গবেষণায় ৬০০,০০০ মানুষের ডেটা অ্যানালিসিস করা হয় যাঁদের স্ট্রোক হয়নি এবং ১৭,০০০ মানুষের ডেটা অ্যানালিসিস করা হয় যাঁদের ইসকিমিক স্ট্রোক হয়েছে। রোগীদের জেনেটিক ডেটা খতিয়ে দেখার পর দেখা যায়, ব্লাড গ্রুপ ও অল্প বয়সে স্ট্রোকের মধ্যে একটি যোগসূত্র রয়েছে।
গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ A, তাঁদের মধ্যে অল্প বয়সে স্ট্রোকের ঝুঁকি ১৬ শতাংশ বেশি।
গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ A, তাঁদের মধ্যে অল্প বয়সে স্ট্রোকের ঝুঁকি ১৬ শতাংশ বেশি।
অন্যদিকে যাঁদের ব্লাড গ্রুপ 0, তাঁদের অল্প বয়সে স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ কম।
অন্যদিকে যাঁদের ব্লাড গ্রুপ 0, তাঁদের অল্প বয়সে স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ কম।
কিন্তু কেন A ব্লাড গ্রুপের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেশি? সেই উত্তর অবশ্য সঠিকভাবে মেলেনি। একাংশের মত, স্ট্রোকের অন্যতম মূল কারণ রক্তের জমাট বাঁধা এবং বিভিন্ন ব্লাড গ্রুপের বিভিন্ন ব্লাড ক্লটিং ফ্যাকটরস। গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ এ, তাঁদের রক্ত জমাট বাঁধার প্রবণতা বেশি। রক্তপাত বন্ধের জন্য রক্ত জমাট বাঁধা জরুরি, কিন্তু যদি ঘন ঘন রক্ত জমাট বাঁধে, তবে রক্তনালীতে ব্লকেজ তৈরি হয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
কিন্তু কেন A ব্লাড গ্রুপের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেশি? সেই উত্তর অবশ্য সঠিকভাবে মেলেনি। একাংশের মত, স্ট্রোকের অন্যতম মূল কারণ রক্তের জমাট বাঁধা এবং বিভিন্ন ব্লাড গ্রুপের বিভিন্ন ব্লাড ক্লটিং ফ্যাকটরস। গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ এ, তাঁদের রক্ত জমাট বাঁধার প্রবণতা বেশি। রক্তপাত বন্ধের জন্য রক্ত জমাট বাঁধা জরুরি, কিন্তু যদি ঘন ঘন রক্ত জমাট বাঁধে, তবে রক্তনালীতে ব্লকেজ তৈরি হয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ে।