Money: গুপ্ত নবরাত্রি শেষ হওয়ার আগে এই জিনিসগুলো বাড়িতে আনুন! ঘুচে যাবে টাকার অভাব

প্রতি বছর চারটি নবরাত্রি পালন করা হয়। এর মধ্যে আষাঢ় মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় গুপ্ত নবরাত্রি। এ বছর গুপ্ত নবরাত্রি শুরু হয়েছে ৬ জুলাই থাকে। চলবে ১৫ জুলাই পর্যন্ত। শাস্ত্রে এই সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে।

আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রিতে দেবী দুর্গার ১০ মহাবিদ্যারূপের পুজো করা হয়। ভক্তরা দুর্গার আরাধনা করে সিদ্ধিলাভ করেন। জ্যোতষীরা বলেন, গুপ্ত নবরাত্রি শেষ হওয়ার আগে বাড়িতে কিছু জিনিস আনলে দেবী দুর্গার সঙ্গে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে অধিষ্ঠান করেন দেবদেবীরা।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গুপ্ত নবরাত্রির সময় বাড়িতে দেবী লক্ষ্মীর ছবি আনলে ধনদেবীর কৃপা লাভ হয়। এই প্রতিকার গৃহ, পরিবার এবং ব্যবসার জন্য অত্যন্ত শুভ। তবে পদ্ম ফুলের উপর দেবী লক্ষ্মী বসে রয়েছেন এবং তাঁর হাতে সোনার মোহর রয়েছে, এমন ছবিই কিনতে হবে।

গুপ্ত নবরাত্রিতে বিবাহিত মহিলাদের প্রসাধনী সামগ্রী কেনার পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই প্রসাধনী সামগ্রী কিনে তা ব্যবহার করলে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, দেবী লক্ষ্মীর পায়ে প্রসাধনী সামগ্রী অর্পণ করতে হয়।

আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রির সময় বাড়িতে ময়ূরের পালক এনে মন্দিরে স্থাপন করলে অনেক উপকার পাওয়া যায়। ময়ূরের পালককে ঈশ্বরের অংশ হিসাবে বিবেচনা করা হয়। তাছাড়া ময়ূর দেবী লক্ষ্মীর অন্যতম বাহন। নবরাত্রির সময় ঘরে ময়ূরের পালক রাখলে দেবী লক্ষ্মীর অধিবাস হয় এবং সুখ-সমৃদ্ধিও বৃদ্ধি পায়।

আরও পড়ুন: তুলসী গাছ লাগানোর সময় এই ভুল করবেন না! জীবন তছনছ হবে, সুখ-শান্তি আসবে কোনও দিন

আরও পড়ুন: জুলাইয়ে শুরু সুসময়! ব্যাঙ্কে টাকা উপচে পড়বে, চাকরিতেও উন্নতি, কোন কোন রাশি মালামাল

পদ্ম ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয়। গুপ্ত নবরাত্রির সময় পদ্ম ফুল বাড়িতে আনার পরামর্শ দেওয়া হয়। পুজোর সময় দেবী লক্ষ্মীকে তা অর্পণ করতে হবে। কোনও কারণে পদ্ম ফুল আনতে না পারলে পদ্ম ফুলের ছবিও কেনা যায়।

অনেকেই বাড়িতে রুপোর মুদ্রা রাখেন। গুপ্ত নবরাত্রির সময় রুপোর মুদ্রা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে দেবী লক্ষ্মীর ছবি রয়েছে এমন মুদ্রাই কিনতে হবে। এতে ঘরে ধনদেবীর আশীর্বাদ থাকে।