কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে মণ্ডপে স্লোগান দিয়ে গ্রেফতার হওয়া ৯ ছাত্রের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এই নির্দেশ দিয়েছেন৷
একই সঙ্গে বিচারপতি জানিয়ে দিয়েছেন, ওই ছাত্ররা কোনও পুজো মণ্ডপে স্লোগান দিতে পারবেন না৷ শুধু তাই নয়, পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে কোনও কোনও প্রতিবাদ জানানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার৷ পাশাপাশি, রাজ্য সরকারের উদ্যোগে হওয়া দুর্গাপুজোর কার্নিভালের আয়োজনেও কোনওভাবে বাধা সৃষ্টি বা গন্ডগোল করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট৷
আরও পড়ুন: রানওয়ের ধারে তৈরি ১৮টি দমকলের ইঞ্জিন, শারজাগামী বিমানকে ঘিরে ত্রিচিতে বিরাট আশঙ্কা
সপ্তমীর দিন দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে আরজি কর আন্দোলনের সমর্থনে স্লোগান দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন ৯ ছাত্র৷ তাঁদের এক সপ্তাহের পুুলিশি হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত৷ শুক্রবার জামিন পেলেও সম্ভবত শনিবার জেল থেকে ছাড়া পাবেন ৯ ছাত্র৷
এ দিন ধৃতদের জামিন দিয়ে বেশ কিছু শর্তও দেয় হাইকোর্ট৷ ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে৷ কোনও পুজো মণ্ডপে তাঁরা আর প্রতিবাদ করে স্লোগান দিতে পারবেন না৷ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ধৃতদের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে বলেও জানিয়েছে হাইকোর্ট৷
বিচারপতি শম্পা সরকারের পর্যবেক্ষণে বলেন, ‘শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাট এবং প্ল্যাকার্ড উদ্ধার করেছে পুলিশ। তাঁদের স্লোগান ঘৃনার নয়। ধর্মীয় ভাবে কাউকে আঘাত করেনি। অনেক সাধারণ মানুষ ওই স্লোগান দিচ্ছেন। ধৃতদের প্রত্যেকের কম বয়স। বেশির ভাগের বয়স ২০-২৫ বছর। অতি উৎসাহে তারা ওই কাজ করে থাকতে পারেন।’