রাজেন্দ্রনগরের ছাত্র মৃত্যুর ঘটনায় সুপ্রিমকোর্টের তীব্র সমালোচনা (Image: PTI/File)

Delhi IAS Coaching Centre: কোচিং সেন্টারগুলো ‘ডেথ চেম্বারে’ পরিণত হয়েছে, তিন ইউপিএসসি ছাত্রের মৃত্যুতে তীব্র তিরষ্কার সুপ্রিম কোর্টের

দিল্লি: ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে তিনজন আইএস ছাত্রের মৃত্যুতে সুপ্রিম কোর্টের ঘটনায় ওই বেসমেন্টকে ‘ডেথ চেম্বার’ বলে উল্লেখ করলেন৷

এই ঘটনার জন্য সোমবার সুপ্রিম কোর্ট দিল্লির রাজেন্দ্রনগরের ইউপিএসসি কোচিং সেন্টারগুলোকে তীব্র তিরষ্কার করেছেন৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

সুপ্রিম কোর্ট এই বিষয়ে স্বতঃপ্রণিত মামলা দায়ের করেছে৷ এই বিষয়ে কেন্দ্রের পাশাপাশি দিল্লি সরকারের কাছ থেকেও প্রতিক্রিয়া চেয়েছে৷

দেশের শীর্ষ আদালত এই দুঃখজনক ঘটনা প্রসঙ্গে পর্যবেক্ষণে বলেছেন, ‘‘এই কোচিং সেন্টার গুলো ‘ডেথ চেম্বারে’ পরিণত হয়েছে৷ কোচিং সেন্টার গুলো যদি অনলাইন না কাজ করতে পারে, তা হলে ন্যুনতম নিরাপত্তার বিষয়টিকেও দেখা উচিত৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রজন্মের জীবন নিয়ে আপনারা খেলছেন৷’’

আরও পড়ুন: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

বিচারপতি সূর্যকুমার ও উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়েছেন, রাজধানীর বুকে এই ধরনের ঘটনা সকলের চোখ খুলে দিয়েছে, ‘‘এই ধরনের ঘটনা লোকের চোখ খুলে দিয়েছে৷ নিরাপত্তা দিকটি ঠিক না থাকলে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকেই পরিচালনা করার অনুমতি দেওয়া ঠিক নয়৷’’

প্রসঙ্গত, ২ অগাস্ট দিল্লি হাইকোর্ট পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইয়ের কাছে দিয়েছিলেন৷

হাইকোর্ট জানায়, ‘‘CVC (Central Vigilance Commission) দায়িত্ব দেওয়া হচ্ছে, এক প্রবীণ আধিকারিককে নিয়োগ করুন৷ তিনিই এই ঘটনায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখবেন এবং তদন্ত যাতে সময়ের মধ্যে শেষ হয় সেটা দেখবেন৷’’