দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের সন্তান৷ নিজের সতীর্থদের আগুন থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়  ক্যাপ্টেন আংশুমান সিংয়ের৷ এরপর তাঁর বাবা-মা এক দাবি তুলেছেন৷ ক্যাপ্টেন অংশুমান সিং যিনি মরণোত্তর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার কীর্তি চক্রে ভূষিত হয়েছেন৷ তাঁর মা-বাবার সাফ কথা একজন সৈনিকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীর যে নীতি রয়েছে পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার তাঁর নীতি নির্ধারণ নিয়ে ভাবতে বলেছেন৷

Captain Anshuman Singh: ‘ওঁর স্ত্রী আর আমাদের সঙ্গে থাকে না, ছেলের মৃত্যুর পর স্ত্রী পাবে সব, আর আমাদের কাছে দেওয়ালে শুধু মালা দেওয়া ছেলের ছবি’-বিস্ফোরক অংশুমান সিংয়ের মা-বাবা

দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের সন্তান৷ নিজের সতীর্থদের আগুন থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়  ক্যাপ্টেন অংশুমান সিংয়ের৷ এরপর তাঁর বাবা-মা এক দাবি তুলেছেন৷ ক্যাপ্টেন অংশুমান সিং যিনি মরণোত্তর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার কীর্তি চক্রে ভূষিত হয়েছেন৷ তাঁর মা-বাবার সাফ কথা একজন সৈনিকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীর যে নীতি রয়েছে পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার তাঁর নীতি নির্ধারণ নিয়ে ভাবতে বলেছেন৷
দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের সন্তান৷ নিজের সতীর্থদের আগুন থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়  ক্যাপ্টেন অংশুমান সিংয়ের৷ এরপর তাঁর বাবা-মা এক দাবি তুলেছেন৷ ক্যাপ্টেন অংশুমান সিং যিনি মরণোত্তর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার কীর্তি চক্রে ভূষিত হয়েছেন৷ তাঁর মা-বাবার সাফ কথা একজন সৈনিকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীর যে নীতি রয়েছে পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার তাঁর নীতি নির্ধারণ নিয়ে ভাবতে বলেছেন৷
ভারতীয় সেনার নেক্সট অফ কিন (NOK) মানদণ্ডে পরিবর্তনের দাবি করেছেন ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা ও বাবা৷  ক্যাপ্টেন অংশুমান সিং গত বছরের জুলাই মাসে সিয়াচেনে আগুন থেকে তার সহকর্মী সেনাদের বাঁচাতে গিয়ে মারা যান।
ভারতীয় সেনার নেক্সট অফ কিন (NOK) মানদণ্ডে পরিবর্তনের দাবি করেছেন ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা ও বাবা৷  ক্যাপ্টেন অংশুমান সিং গত বছরের জুলাই মাসে সিয়াচেনে আগুন থেকে তার সহকর্মী সেনাদের বাঁচাতে গিয়ে মারা যান।
তাঁর বাবা, রবি প্রতাপ সিং এবং মা মঞ্জু সিং একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে  দাবি করেছেন যে তাঁদের পুত্রবধূ স্মৃতি সিং তাঁদের সঙ্গে আর থাকেন না এবং তাদেঁর ছেলের মৃত্যুর পরে বেশিরভাগ অধিকার সেই পেয়েছে৷
তাঁর বাবা, রবি প্রতাপ সিং এবং মা মঞ্জু সিং একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে  দাবি করেছেন যে তাঁদের পুত্রবধূ স্মৃতি সিং তাঁদের সঙ্গে আর থাকেন না এবং তাদেঁর ছেলের মৃত্যুর পরে বেশিরভাগ অধিকার সেই পেয়েছে৷
অংশুমান সিংয়ের বাবা রবি প্রতাপ সিং বলেছেন, “NOK-র দ্বারা যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও কথা বলেছি। অংশুমানের স্ত্রী এখন আমাদের সঙ্গে থাকেন না, বিয়ের মাত্র পাঁচ মাস  হয়েছিল এবং তাঁদের কোনও সন্তান নেই। আমাদের কাছে কেবল দেওয়ালে মালা দিয়ে ঝোলানো আমাদের ছেলের একটি ছবি রয়েছে৷’’   রবি প্রতাপ সিং TV9 ভারতবর্ষকে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন৷
অংশুমান সিংয়ের বাবা রবি প্রতাপ সিং বলেছেন, “NOK-র দ্বারা যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও কথা বলেছি। অংশুমানের স্ত্রী এখন আমাদের সঙ্গে থাকেন না, বিয়ের মাত্র পাঁচ মাস  হয়েছিল এবং তাঁদের কোনও সন্তান নেই। আমাদের কাছে কেবল দেওয়ালে মালা দিয়ে ঝোলানো আমাদের ছেলের একটি ছবি রয়েছে৷’’   রবি প্রতাপ সিং TV9 ভারতবর্ষকে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন৷
তিনি আরও বলেন, “তাই আমরা চাই NOK এর সংজ্ঞা ঠিক করা হোক। এটা ঠিক করা উচিত যে শহীদের স্ত্রী পরিবারে থাকলে কার কতটা নির্ভরশীলতা আছে তা দেখা৷’’
তিনি আরও বলেন, “তাই আমরা চাই NOK এর সংজ্ঞা ঠিক করা হোক। এটা ঠিক করা উচিত যে শহীদের স্ত্রী পরিবারে থাকলে কার কতটা নির্ভরশীলতা আছে তা দেখা৷’’
মঞ্জু সিং আরও বলেছেন যে তাঁরা চান যে সরকার NOK নিয়মগুলি সংশোধন করুক যাতে আর  মৃত সৈনিকের অন্য পরিবারের অভিভাবকরা যেন কষ্টের সম্মুখীন না হন৷
মঞ্জু সিং আরও বলেছেন যে তাঁরা চান যে সরকার NOK নিয়মগুলি সংশোধন করুক যাতে আর  মৃত সৈনিকের অন্য পরিবারের অভিভাবকরা যেন কষ্টের সম্মুখীন না হন৷
সেনাবাহিনীর নিয়ম অনুসারে, চাকরিরত কোনও কর্মীদের কিছু হলে, এক্স-গ্রেশিয়ার পরিমাণ নেক্সট অফ কিনকে (এনওকে) দেওয়া হয়।
সেনাবাহিনীর নিয়ম অনুসারে, চাকরিরত কোনও কর্মীদের কিছু হলে, এক্স-গ্রেশিয়ার পরিমাণ নেক্সট অফ কিনকে (এনওকে) দেওয়া হয়।
যখন একজন ব্যক্তি সেনাবাহিনীতে যোগদান করেন, তখন তাঁর পিতামাতার বা অভিভাবকদের নাম NOK হিসাবে রেকর্ড করা হয়। যখন সেই ক্যাডেট বা অফিসার বিয়ে করেন, তখন সেনাবাহিনীর নিয়মে পিতামাতার পরিবর্তে  নেক্সট অফ কিনে ওই সেনাকর্মীর  স্ত্রীর নাম নথিভুক্ত করা হয়।
যখন একজন ব্যক্তি সেনাবাহিনীতে যোগদান করেন, তখন তাঁর পিতামাতার বা অভিভাবকদের নাম NOK হিসাবে রেকর্ড করা হয়। যখন সেই ক্যাডেট বা অফিসার বিয়ে করেন, তখন সেনাবাহিনীর নিয়মে পিতামাতার পরিবর্তে  নেক্সট অফ কিনে ওই সেনাকর্মীর  স্ত্রীর নাম নথিভুক্ত করা হয়।