লাইফস্টাইল Safe Driving Rules: সাবধান! শহরে ‘দানা’র দাপট, চার চাকা নিয়ে বেরিয়েছেন? জলমগ্ন রাস্তায় আটকে পড়লে আতঙ্কিত নয়, মাথায় রাখুন কয়েকটি টিপস…. Gallery October 25, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড় দানার দাপট শহরের বিভিন্ন অংশে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে৷ এর প্রভাবে সর্বত্র ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে৷ এই সময় অফিসের কাজে হোক, বা ব্যক্তিগত কাজ অনেক সময় চার চাকা বের করতে হয়৷ তা বেশিরভাগ সময়ই বেশ ঝুঁকির হয়ে যায়৷ একটু অসাবধান হলেই গাড়ি নিয়ে রাস্তায় বিপদে পড়তে পারেন৷ প্রবল বৃষ্টিতে গাড়ি চালানোর সময় তাই বিপদ এড়াতে কয়েকটা বিষয় মাথায় রাখুন৷ জল জমা রাস্তা এড়িয়ে চলুন: গাড়ি চালানোর আগে খবরে দেখে নিন, কোন কোন জায়গায় জল জমেছে৷ বড় এসইউভির গাড়ির ক্ষেত্রে জমা জলে ওতটা সমস্যা হয় না, কিন্তু ছোট গাড়ি ক্ষেত্রে জমা জল কিন্তু বিপদের কারণ হয়ে উঠতে পারে৷ তাই রাস্তায় বেরোলে গুগল ম্যাপ চালু রাখার চেষ্টা করুন৷ ট্রাফিক আপডেটের দিকে খেয়াল রাখুন৷ তাহলে কোথায় জল জমেছে সেই বিষয়ে নিশ্চিত হতে পারবেন৷ তুমুল বৃষ্টিতে গাড়ি চালানোর সময়ে গতি কমিয়ে রাখুন৷ হঠাৎ করে ব্রেক না টিপে, মাঝে-মাঝে ব্রেক দিন৷ ভেজা রাস্তায় যে কোনও মূহুর্তে গাড়ি স্কিড করতে পারে৷ তাই হঠাৎ করে ব্রেক দিলে যে কোনও মূহুর্তে নিয়ন্ত্রণ হারাতে পারে৷ গাড়ির জানলা বন্ধ করে এসি চালু রাখুন৷ সুইচ গুলো এমনভাবে ঘোরান, যাতে হাওয়া ড্যাশের দিকে বইতে পারে৷ এতে বৃষ্টিতে উইন্ডশিল্ডও পরিষ্কার রাখতে পারবেন৷ অনেক সময় রাস্তায় যদি খুব গভীর গর্ত হয়, আর সেখানে যদি ভুল-বশত চার চাকা নিয়ে আটকে পড়েন ভয় বা আতঙ্কিত হয়ে পড়বেন না৷ আস্তে আস্তে গাড়ি চালান৷ হঠাৎ করে এক্সেলাটরে পা দেবেন না৷ চেষ্টা করুন যতটা সম্ভব ব্রেক না কষে আস্তে আস্তে গাড়ি চালান৷ জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় চেষ্টা করুন কম গিয়ারে গাড়ি চালান৷ প্রথম গিয়ারের বদলে যদি আপনি তৃতীয় গিয়ারে গাড়ি চালান, সে ক্ষেত্রে মাঝরাস্তায় গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে৷ তাতে বিপত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে৷ গাড়ি যদি কোনওভাবে খুব বেশি জমা জলে আটকে যায়, তাহলে মাথায় রাখবেন কোনও ভাবেই ইঞ্জিন চালু করে রাখা যাবে না৷ গাড়ির ইঞ্জিন ও এসি বন্ধ রাখার চেষ্টা করুন৷ কোনও ভাবে চেষ্টা করুন গাড়ি থেকে বেরিয়ে আসার ৷