Category Archives: জ্যোতিষকাহন

Devutthana ekadashi 2023: দেবুত্থানী একাদশীতে ৫টি শুভযোগ, কয়েকটি নিময় মানলেই আর্থিক থেকে শারীরিক সমস্যা দূর

 সমস্ত একাদশীর মধ্যে দেবুত্থানী একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ এই দিনে চতুর্মাসের শেষ হয়৷ যে কোনও শুভ কাজ যেমন বিবাহ,পইতে, গৃহপ্রবেশ, যজ্ঞের সময় শুরু হয়৷
সমস্ত একাদশীর মধ্যে দেবুত্থানী একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ এই দিনে চতুর্মাসের শেষ হয়৷ যে কোনও শুভ কাজ যেমন বিবাহ,পইতে, গৃহপ্রবেশ, যজ্ঞের সময় শুরু হয়৷
শাস্ত্র অনুযায়ী আষাঢ় শুক্লপক্ষের দেবশয়নী একাদশীতে শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শয়নে গিয়েছিলেন৷ দেবুত্থানী একাদশীতে তিনি নিদ্রা থেকে জেগে ওঠেন৷ তাঁর আর্শীবাদেই শুরু হয় সমস্ত শুভকাজ৷
শাস্ত্র অনুযায়ী আষাঢ় শুক্লপক্ষের দেবশয়নী একাদশীতে শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শয়নে গিয়েছিলেন৷ দেবুত্থানী একাদশীতে তিনি নিদ্রা থেকে জেগে ওঠেন৷ তাঁর আর্শীবাদেই শুরু হয় সমস্ত শুভকাজ৷
এবার দেবুত্থানী একাদশী খুবই গুরুত্বপূর্ণ৷ এতে রয়েছে ৫ টি শুভ যোগ৷ যার মধ্যে রয়েছে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, বজ্র যোগ, পরক্রম যোগ, বুধাদিত্য যোগ। এই যোগে পুজোর দ্বিগুণ ফল পাওয়া যায় বলে মনে করছেন বিষেশজ্ঞরা।
এবার দেবুত্থানী একাদশী খুবই গুরুত্বপূর্ণ৷ এতে রয়েছে ৫ টি শুভ যোগ৷ যার মধ্যে রয়েছে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, বজ্র যোগ, পরক্রম যোগ, বুধাদিত্য যোগ। এই যোগে পুজোর দ্বিগুণ ফল পাওয়া যায় বলে মনে করছেন বিষেশজ্ঞরা।
সংসারে সুখ শান্তি ও সৌভাগ্য বজার রাখতে জাফরান মিশ্রিত দুধে শ্রী বিষ্ণুর পুজো করুন৷ আপনার জীবনে কোনও কালো ছায়া পড়বে না৷
সংসারে সুখ শান্তি ও সৌভাগ্য বজার রাখতে জাফরান মিশ্রিত দুধে শ্রী বিষ্ণুর পুজো করুন৷ আপনার জীবনে কোনও কালো ছায়া পড়বে না৷
একই সঙ্গে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান৷ এবং প্রদীপ দিয়ে সারা ঘর সাজিয়ে তুলুন৷ এর ফলে যে কোনও সমস্যা আপনার কাছেও আসতে পারবে না৷
একই সঙ্গে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান৷ এবং প্রদীপ দিয়ে সারা ঘর সাজিয়ে তুলুন৷ এর ফলে যে কোনও সমস্যা আপনার কাছেও আসতে পারবে না৷
এরই সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রও জপ করতে হবে৷ ওম হ্রীম ক্লীম মহালক্ষ্মায় নমঃ এবং ওম বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন৷ আর্থিক দিক থেকে আপনার সমস্যা দূর হবে৷
এরই সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রও জপ করতে হবে৷ ওম হ্রীম ক্লীম মহালক্ষ্মায় নমঃ এবং ওম বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন৷ আর্থিক দিক থেকে আপনার সমস্যা দূর হবে৷
স্বামীর দীর্ঘায়ু কামনা করতে ব্রহ্ম মুহূর্তে স্নান করুতে হবে৷ সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে৷
স্বামীর দীর্ঘায়ু কামনা করতে ব্রহ্ম মুহূর্তে স্নান করুতে হবে৷ সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে৷
বিশেষ দিনে শালিগ্রাম ও লক্ষ্মীকে বাড়িতে বা মন্দিরে স্থাপন করে পুজো করতে পারেন। এতে সংসারে সুখ থাকবে৷ এতে তুলসি নিবেদন করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন।
বিশেষ দিনে শালিগ্রাম ও লক্ষ্মীকে বাড়িতে বা মন্দিরে স্থাপন করে পুজো করতে পারেন। এতে সংসারে সুখ থাকবে৷ এতে তুলসি নিবেদন করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন।
তবে শুধু তুলসী নয়, শালিগ্রামে জল নিবেদন করলে অত্যন্ত পুণ্য লাভ হয়৷ তাই তুলসী ও জল নিবেদন করুন একসঙ্গে৷ তাতে জীবনে শান্তি বজায় থাকবে৷
তবে শুধু তুলসী নয়, শালিগ্রামে জল নিবেদন করলে অত্যন্ত পুণ্য লাভ হয়৷ তাই তুলসী ও জল নিবেদন করুন একসঙ্গে৷ তাতে জীবনে শান্তি বজায় থাকবে৷

Vastu Tips: আপনার ঘরে কি এই ৫টা জিনিস আছে? সংসার ছারখার হয়ে যাবে কিন্তু, দুর্ভাগ্য পিছু ছাড়বে না

প্রাচীন কাল থেকেই ভারতীয় সংস্কৃতিতে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র হল সনাতন জ্যোতিষশাস্ত্রের অংশ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে কোনও জিনিস সঠিক অবস্থানে সঠিকভাবে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অজান্তের যে কোনও সাধারণ ভুল আমাদের অজান্তেই বহু ক্ষতি করে দেয় সংসারের৷ আমরা অনেকসময়ই বাড়িতে এমন কিছু জিনিস রেখে দিই, যা আদতে ঘরে রাখা অশুভ৷ অথচ, কোনও এক অজ্ঞাত মায়ায় সেগুলো আমরা কিছুতেই বাড়ির বাইরে বের করতে পারি না৷ যার ফল হয় মারাত্মক এবং নেতিবাচক৷ উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী আমাদের জানালেন, বাড়িতে কোন কোন জিনিস রাখলে লঙ্কাকাণ্ড বেঁধে যেতে পারে৷
প্রাচীন কাল থেকেই ভারতীয় সংস্কৃতিতে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র হল সনাতন জ্যোতিষশাস্ত্রের অংশ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে কোনও জিনিস সঠিক অবস্থানে সঠিকভাবে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অজান্তের যে কোনও সাধারণ ভুল আমাদের অজান্তেই বহু ক্ষতি করে দেয় সংসারের৷ আমরা অনেকসময়ই বাড়িতে এমন কিছু জিনিস রেখে দিই, যা আদতে ঘরে রাখা অশুভ৷ অথচ, কোনও এক অজ্ঞাত মায়ায় সেগুলো আমরা কিছুতেই বাড়ির বাইরে বের করতে পারি না৷ যার ফল হয় মারাত্মক এবং নেতিবাচক৷ উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী আমাদের জানালেন, বাড়িতে কোন কোন জিনিস রাখলে লঙ্কাকাণ্ড বেঁধে যেতে পারে৷
ধর্মীয় গ্রন্থ অনুসারে এমন বিশ্বাস করা হয়, কোনও দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা কখনওই উচিত নয়। এছাড়া, ভাঙা মূর্তি পুজো করাও ঠিক নয়। এতে ঘরে নিজে থেকে দুর্ভাগ্য ডেকে আনা হয়৷ পরিবারের সম্পদ কমে। কোনও মূর্তি ভেঙে গেলে সেগুলিকে নদীতে বিসর্জন দেওয়াই বাঞ্ছনীয়৷
ধর্মীয় গ্রন্থ অনুসারে এমন বিশ্বাস করা হয়, কোনও দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা কখনওই উচিত নয়। এছাড়া, ভাঙা মূর্তি পুজো করাও ঠিক নয়। এতে ঘরে নিজে থেকে দুর্ভাগ্য ডেকে আনা হয়৷ পরিবারের সম্পদ কমে। কোনও মূর্তি ভেঙে গেলে সেগুলিকে নদীতে বিসর্জন দেওয়াই বাঞ্ছনীয়৷
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বাড়িতে থমকে যাওয়া ঘড়ি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে চূড়ান্ত অশুভ বলে মনে করা হয়। আপনার বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে অবিলম্বে তা সরিয়ে ফেলুন। এই ধরনের জিনিস জীবনে বহু বাধার সৃষ্টি করে। সংসারে কলহ বাড়ে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বাড়িতে থমকে যাওয়া ঘড়ি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে চূড়ান্ত অশুভ বলে মনে করা হয়। আপনার বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে অবিলম্বে তা সরিয়ে ফেলুন। এই ধরনের জিনিস জীবনে বহু বাধার সৃষ্টি করে। সংসারে কলহ বাড়ে।
ভাঙা বাসন ঘরে রাখাও অশুভ। আপনার বাড়িতে যদি ভাঙা কাপ, ফাটা স্টিলের বাসন থাকে, কোনও কিছু না ভেবে অবিলম্বে তা ফেলে দিন।
ভাঙা বাসন ঘরে রাখাও অশুভ। আপনার বাড়িতে যদি ভাঙা কাপ, ফাটা স্টিলের বাসন থাকে, কোনও কিছু না ভেবে অবিলম্বে তা ফেলে দিন।
ঘরে রাখা ভাঙা আসবাব খারাপ প্রভাব ফেলে। যদি চান, আপনার সংসারে মা লক্ষ্মী সর্বদা বাস করেন, তাহলে অবশ্যই বাড়ি থেকে ভাঙা আসবাবপত্র সরিয়ে ফেলুন।
ঘরে রাখা ভাঙা আসবাব খারাপ প্রভাব ফেলে। যদি চান, আপনার সংসারে মা লক্ষ্মী সর্বদা বাস করেন, তাহলে অবশ্যই বাড়ি থেকে ভাঙা আসবাবপত্র সরিয়ে ফেলুন।
 ভাঙা কাচের জিনিস বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে। সুখ ও অর্থেরও ক্ষতি হয়। তাই ভাঙা কাচ বা আয়না কখনওই বাড়িতে রাখা উচিত নয়। বাড়ি পরিষ্কার করার সময় ভাঙা আয়না পেলে অবশ্যই তা ফেলে দিন৷
ভাঙা কাচের জিনিস বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে। সুখ ও অর্থেরও ক্ষতি হয়। তাই ভাঙা কাচ বা আয়না কখনওই বাড়িতে রাখা উচিত নয়। বাড়ি পরিষ্কার করার সময় ভাঙা আয়না পেলে অবশ্যই তা ফেলে দিন৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷

 

Malavya yoga: এই মাসের শেষেই বিরল অতিশুভ মালব্য রাজযোগ, এই ৩ রাশির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ভরে যাবে

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে ৩০ নভেম্বর শুক্র নিজের স্বরাশি তুলায় প্রবেশ করে মালব্য যোগ তৈরি করতে চলেছে। এরফলে একাধিক রাশির জাতক জাতিকাদের জীবনবদলাতে চলেছে। কিন্তু ৩টি রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্য শুরু হতে চলেছে। জেনে নিন কোন ৩ রাশি–
বৃষ: ভাগ্য সঙ্গ দেবে। যে-কাজেই হাত দেবেন, সাফল্য মিলবে। দুহাতে আসবে প্রচুর টাকা। বহুদিন ভোগাচ্ছে এমন কোনও অসুখ থেকে মুক্তি মিলবে। চাকুরিজীবীরা নতুন সুযোগ পাবেন। কাজের জন্য যাত্রা করতে হতে পারে। বিদেশি কাজ ও ব্যবসার সঙ্গে যুক্ত জাতকরা এ সময়ে নতুন প্রস্তাব পেতে পারেন। শিক্ষার্থীদের সময়টি ভাল কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যাঁরা দিচ্ছেন, তাঁরা ভাল ফলাফল পাবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন। এ সময়ে গাড়ি-বাড়ি কেনার যোগ রয়েছে। যে জাতকদের আইনি মামলা চলছে, তাঁরা জয়ী হতে পারেন। আটকে থাকা কাজগুলি এই সময় পূরণ হবে। ব্যবসায়ে আসা বাধা-বিপত্তি দূর হবে।
কন্যা: এই সময়ে আকস্মিক ধনলাভ হবে। জীবনে টাকার বৃষ্টি হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। ব্যবসায় ভাল লাভ করবেন। পারিবারিক সমস্যা মিটবে। ব্যবসায় ভালো ফল পাবেন। সমাজে আপনার সম্মান বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের হাতে ভাল অর্ডার আসবে।
মিথুন: খুভ ভাল সময়। আর্থিক পরিস্থিতির বিশাল উন্নতি হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। সন্তানের চাকরি কিম্বা বিয়ের খবর আসতে পারে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পাবেন সাফল্য। জীবনে সঞ্চয় বাড়বে। পৈতৃক সম্পত্তি থেকে ভাল লাভ হবে। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। কেরিয়ারের জন্য খুব ভাল সময়। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় ভাল সুযোগ পেতে পারেন। আয়ের একাধিক উৎস খুলে যাবে, প্রচুর টাকা আসবে হাতে। ব্যবসায় প্রচুর লাভ করবেন, নতুন প্রজেক্ট আসবে হাতে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
(প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)

Venus Makes Malvya Rajyog 2023 Lucky Zodiacs: ১০ বছর পরে শুক্রের বিরল মালব্য রাজযোগ! ৩ রাশির নামে মোটা অঙ্কের টাকা পয়সা, গাড়ি-বাড়ি ২০২৪-এ

বৈদিক শাস্ত্রমতে মালব্য রাজযোগ অত্যন্ত শুভ ৷ যে সমস্ত জাতক-জাতিকার কুষ্ঠিতে মালব্য রাজযোগ থাকে সেই ব্যক্তি অত্যন্ত সুখের মুখ দেখেন ৷ প্রতীকী ছবি ৷
বৈদিক শাস্ত্রমতে মালব্য রাজযোগ অত্যন্ত শুভ ৷ যে সমস্ত জাতক-জাতিকার কুষ্ঠিতে মালব্য রাজযোগ থাকে সেই ব্যক্তি অত্যন্ত সুখের মুখ দেখেন ৷ প্রতীকী ছবি ৷
আগামী ৩০ নভেম্বর ২০২৩ শুক্র তুলাতে প্রবেশ করবে ৷ এরফলে ৩ রাশির জাতক-জাতিকাদের সম্পদ বৃদ্ধি পেতে চলেছেন ৷ এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যবান হবেন ৷ প্রতীকী ছবি ৷
আগামী ৩০ নভেম্বর ২০২৩ শুক্র তুলাতে প্রবেশ করবে ৷ এরফলে ৩ রাশির জাতক-জাতিকাদের সম্পদ বৃদ্ধি পেতে চলেছেন ৷ এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যবান হবেন ৷ প্রতীকী ছবি ৷
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড় খবর কেননা মালব্য রাজযোগের ফলে অত্যন্ত শুভ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড় খবর কেননা মালব্য রাজযোগের ফলে অত্যন্ত শুভ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে জাতক-জাতিকাদের আয় বাড়তে চলেছে ৷ পৈতৃক সম্পত্তি পেতে পারেন ৷ শুক্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন ৷ প্রতীকী ছবি ৷
এরফলে জাতক-জাতিকাদের আয় বাড়তে চলেছে ৷ পৈতৃক সম্পত্তি পেতে পারেন ৷ শুক্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন ৷ প্রতীকী ছবি ৷
সন্তান সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভাল খবর পাবেন ৷ সব মিলিয়ে সময় প্রভাব কাটবে ৷ প্রতীকী ছবি ৷
সন্তান সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভাল খবর পাবেন ৷ সব মিলিয়ে সময় প্রভাব কাটবে ৷ প্রতীকী ছবি ৷
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মালব্য রাজযোগের ফল শুভ দিন আসতে শুরু করেছে ৷ আগামী ৩০ নভেম্বর শুক্র তুলাতে প্রবেশ করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মালব্য রাজযোগের ফল শুভ দিন আসতে শুরু করেছে ৷ আগামী ৩০ নভেম্বর শুক্র তুলাতে প্রবেশ করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কেরিয়ারে সুবর্ণ সুযোগ পাবেন ৷ বিবাহিত জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ কেরিয়ারের জন্য ভাল হতে চলেছে এই সময় ৷ প্রতীকী ছবি ৷
কেরিয়ারে সুবর্ণ সুযোগ পাবেন ৷ বিবাহিত জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ কেরিয়ারের জন্য ভাল হতে চলেছে এই সময় ৷ প্রতীকী ছবি ৷
বিবাহিত জীবন সুখের হবে ৷ কেননা তুলার অষ্টম ঘরের স্বামী শুক্র ৷ অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বিবাহিত জীবন সুখের হবে ৷ কেননা তুলার অষ্টম ঘরের স্বামী শুক্র ৷ অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য মালব্য রাজযোগের ফলে সময় অনুকূল হতে চলেছে ৷ অর্থ বা বাণীর ঘরে হতে চলেছে ৷ অপ্রত্যাশিত ভাবে টাকা পয়সা পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য মালব্য রাজযোগের ফলে সময় অনুকূল হতে চলেছে ৷ অর্থ বা বাণীর ঘরে হতে চলেছে ৷ অপ্রত্যাশিত ভাবে টাকা পয়সা পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
এই সময় অত্যন্ত ভাল হতে চলেছে ৷ ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতি হতে চলেছে এবার ৷ প্রতীকী ছবি ৷
এই সময় অত্যন্ত ভাল হতে চলেছে ৷ ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতি হতে চলেছে এবার ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

Horoscope Today: রাশিফল ২৩ নভেম্বর: আজ আপনার ভাগ্যে কী আছে? দিন শুরুর আগেই জেনে নিন রাশি মিলিয়ে

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

সমস্যার সমাধানে এবার প্রত্যক্ষ ভূমিকা নিতে হবে, এছাড়া উপায় নেই।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

ঘনিষ্ঠ কেউ ক্ষতি করার চেষ্টায় রয়েছে, চোখ-কান খোলা রাখতে হবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

বন্ধুদের সঙ্গে সময় কাটানো উচিত, এর মধ্যেই আছে মনখারাপ কাটিয়ে ওঠার রাস্তা।

আরও পড়ুন: হিরানির বাড়ির সামনেই… ‘ডানকি’তে মুখ্য চরিত্র পাওয়ার জন্য এ কী করেছেন শাহরুখ!

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

নিজের চাহিদার কথা স্পষ্ট ভাবে বলতে হবে, না হলে কেবলই ঠকতে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

ঘনিষ্ঠ কারও দুঃসময়ে পাশে থাকতে হবে, অধৈর্য হলে চলবে না৷

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

ভাগ্য সুপ্রসন্ন, কাঙ্ক্ষিত সব কিছুই কেবল আপনারই হবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

কী ঘটতে চলেছে সহজেই বোঝা যাবে, সেই মতো সতর্ক থাকতে হবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর

কিছু মানুষের গুরুত্ব স্বীকার করে নিলে সম্পর্ক আরও পোক্ত হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

নানা জায়গা থেকে ডাক এলেও দিনটি নিজের মতো করে কাটানো উচিত হবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

প্রচণ্ড ব্যস্ততা ঘিরে রাখবে সারা দিন, যদিও প্রতি মুহূর্ত উপভোগ্য হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কর্মক্ষেত্রে পরিস্থিতি সহজ হবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

আবেগপ্রবণতা সমস্যায় ফেলতে পারে, তা যথাসাধ্য সামাল দিয়ে চলতে হবে।

Bengali Panjika: পঞ্জিকা ২৩ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল ও দিনের অন্য লগ্ন

পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।

এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?

ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৩ নভেম্বরের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ৬ অগ্রহায়ণ। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল বৃহস্পতি এবং এই একাদশী তিথি থাকবে ২৩ নভেম্বর রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি।

এই ১৪৩০ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে উদযাপিত হবে প্রবোধিনী একাদশী ব্রত।

সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৩ নভেম্বর সূর্যোদয় হবে সকাল ৬টা ১০ মিনিটে, সূর্যাস্ত হবে বিকাল ৪টে ৫৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৩ নভেম্বর দুপুর ২টো ১২ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৪ নভেম্বর রাত ২টো ৪৯ মিনিটে।

আরও পড়ুন: হিরানির বাড়ির সামনেই… ‘ডানকি’তে মুখ্য চরিত্র পাওয়ার জন্য এ কী করেছেন শাহরুখ!

এই ১৪৩০ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নক্ষত্র হল উত্তর ভদ্রপদা। ২৩ নভেম্বর, বিকেল ৫টা ৩২ মিনিট পর্যন্ত উত্তর ভদ্রপদা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে রেবতী নক্ষত্র।

সূর্য অবস্থান করবেন বৃশ্চিক রাশিতে। চন্দ্র অবস্থান করবেন মীন রাশিতে।

শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৩ নভেম্বর মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ২৩ নভেম্বর পড়েছে সকাল ৬টা ১০ মিনিট – সকাল ৭টা ৩৬ মিনিট, দুপুর ১টা ২২ মিনিট – দুপুর ২টো ৪৯ মিনিট, বিকেল ৫টা ৫২ মিনিট – রাত ৯টা ২৩ মিনিট তিন সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।

অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৩ নভেম্বর রাহুকাল বা কালবেলা পড়েছে দুপুর ২টো ১৭ মিনিট – দুপুর ৩টে ৩৮ মিনিট কালীন সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।

Shani In Shatabhisha: আগামী ৫৬ ঘণ্টায় শনির ঝড়! সূর্যপুত্রের নক্ষত্র পরিবর্তনে ৩ রাশি টাকার পাহাড়ে ২০২৪-এ

জ্যোতিষ শাস্ত্রমতে এই সময়ে শনি তাঁর মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান ৷ একই সঙ্গে শনি আগামী ২৪ নভেম্বর অর্থাৎ আগামিকাল শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ শাস্ত্রমতে এই সময়ে শনি তাঁর মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান ৷ একই সঙ্গে শনি আগামী ২৪ নভেম্বর অর্থাৎ আগামিকাল শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন ৷ প্রতীকী ছবি ৷
মোট ২৭টি নক্ষত্রের মধ্যে ২৪তম ঘর হল শতভিষা ৷ শতভিষা নক্ষত্র কুম্ভের, এর স্বামী হল রাহু ৷ প্রতীকী ছবি ৷
মোট ২৭টি নক্ষত্রের মধ্যে ২৪তম ঘর হল শতভিষা ৷ শতভিষা নক্ষত্র কুম্ভের, এর স্বামী হল রাহু ৷ প্রতীকী ছবি ৷
শনিদেবের সঙ্গে সঙ্গে রাহু কুম্ব রাশি শাসন করে ৷ শনিদব শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে করতেই ৩ রাশির কপাল খুলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
শনিদেবের সঙ্গে সঙ্গে রাহু কুম্ব রাশি শাসন করে ৷ শনিদব শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে করতেই ৩ রাশির কপাল খুলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এবার দেখে নেওয়া যাক শনির নক্ষত্র পরিবর্তনে ঠিক কোন কোন রাশির কপাল খুলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এবার দেখে নেওয়া যাক শনির নক্ষত্র পরিবর্তনে ঠিক কোন কোন রাশির কপাল খুলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ শাস্ত্রমতে শনিদেব ২৪ নভেম্বর ২০২৩, দুপুর ০৩.০৪-এ শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন ৷ সেখানেই ৬ এপ্রিল ২০২৪ দুপুর ০৩.৫৫ পর্যন্ত থাকতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ শাস্ত্রমতে শনিদেব ২৪ নভেম্বর ২০২৩, দুপুর ০৩.০৪-এ শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন ৷ সেখানেই ৬ এপ্রিল ২০২৪ দুপুর ০৩.৫৫ পর্যন্ত থাকতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ করে ১১তম ঘরে থাকবেন ৷ এই ভাবে কর্মফল ও ন্যায়ের দেবতা শনিদেব জাতক-জাতিকাদের সমস্ত ইচ্ছাপূরণ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ করে ১১তম ঘরে থাকবেন ৷ এই ভাবে কর্মফল ও ন্যায়ের দেবতা শনিদেব জাতক-জাতিকাদের সমস্ত ইচ্ছাপূরণ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
শনির কৃপায় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে ৷ প্রচুর টাকা পয়সা পাবেন ৷ বাড়বে ব্যাঙ্ক ব্যালান্সও ৷ শরীর স্বাস্থ্যও থাকবে ভাল ৷ প্রতীকী ছবি ৷
শনির কৃপায় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে ৷ প্রচুর টাকা পয়সা পাবেন ৷ বাড়বে ব্যাঙ্ক ব্যালান্সও ৷ শরীর স্বাস্থ্যও থাকবে ভাল ৷ প্রতীকী ছবি ৷
বৃষ রাশির দশম ঘরে অর্থাৎ করিয়ারে অবস্থান শনিদেবের ৷ প্রচুর সাফল্য ও পরিশ্রম আসতে চলেছে ৷ যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভাল খবর, পাবেনও তাঁরা ৷ প্রতীকী ছবি ৷
বৃষ রাশির দশম ঘরে অর্থাৎ করিয়ারে অবস্থান শনিদেবের ৷ প্রচুর সাফল্য ও পরিশ্রম আসতে চলেছে ৷ যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভাল খবর, পাবেনও তাঁরা ৷ প্রতীকী ছবি ৷
প্রফেশনাল কেরিয়ার হবে ভাল ৷ শনি রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে ৷ বিদেশযাত্রায় লাভ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
প্রফেশনাল কেরিয়ার হবে ভাল ৷ শনি রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে ৷ বিদেশযাত্রায় লাভ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
ব্যবসা বাণিজ্য থেকে প্রচুর পরিমাণে লাভ হতে চলেছে ৷ সহকর্মীদের সঙ্গে সময় ভাল কাটবে ৷ স্বাস্থ্যও থাকবে ভাল ৷ প্রতীকী ছবি ৷
ব্যবসা বাণিজ্য থেকে প্রচুর পরিমাণে লাভ হতে চলেছে ৷ সহকর্মীদের সঙ্গে সময় ভাল কাটবে ৷ স্বাস্থ্যও থাকবে ভাল ৷ প্রতীকী ছবি ৷
শনিদেব রাশির সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে ৷ পেশাগত জীবন অত্যন্ত ভাল হতে চলেছে ৷ কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য ও অপার উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
শনিদেব রাশির সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে ৷ পেশাগত জীবন অত্যন্ত ভাল হতে চলেছে ৷ কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য ও অপার উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সঙ্গীর সঙ্গে সময় ভাল কাটবে ৷ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বিশাল উন্নতি অপেক্ষা করছে ৷ প্রতীকী ছবি ৷
সঙ্গীর সঙ্গে সময় ভাল কাটবে ৷ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বিশাল উন্নতি অপেক্ষা করছে ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

Money Mantra: ২৩ নভেম্বর হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে

আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রসারিত হতে পারে। কর্মক্ষেত্রের অন্যের সঙ্গে তুলনা করা হতে পারে। কাজে বাধা আসবে।

প্রতিকার: দুর্গামন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

কোনও রকম আর্থিক ঝুঁকি এসময় না নেওয়াই ভাল। কর্মক্ষেত্রে সব স্বাভাবিক থাকবে, লাভের সম্ভাবনাও রয়েছে।

প্রতিকার: সন্ধ্যায় শিবলিঙ্গে মধুর অভিষেক করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

কাজ শেষ হলেই অর্থনৈতিক সুরাহা হবে। হঠাৎ অর্থাগমও হতে পারে।

প্রতিকার: শ্বেত চন্দনের তিলক পরুন, তাম্রপাত্র থেকে শিবলিঙ্গে অভিষেক করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

ব্যবসায় যেকোনও পরিকল্পনাই বিরোধিতার সম্মুখীন হতে পারে। পৈতৃক সম্পত্তি বিক্রির প্রচেষ্টাও বাধা পেতে পারে। চুরি হতে পারে, সাবধান।

প্রতিকার: ভগবান শিবের পূজা করে অন্নদান করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

কাজের জগতে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ মিলবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কুফল দিতে পারে।

প্রতিকার: সোমবার উপোস করে শিব চালিসা পাঠ করুন।

আরও পড়ুন: হিরানির বাড়ির সামনেই… ‘ডানকি’তে মুখ্য চরিত্র পাওয়ার জন্য এ কী করেছেন শাহরুখ!

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

কোনও প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় অনুশোচনা হতে পারে। রোজগারের জন্য ভুল পথে চালিত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিকার: শিবলিঙ্গে বেলপাতা ও জল নিবেদন করুন, শিব রক্ষা স্তোত্র পাঠ করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

যেকোনও উপায়েই হোক, অর্থনৈতিক লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে অকারণে কাজে বিলম্ব হতে পারে।

প্রতিকার: সোমবার উপোস করে শিব চালিসা পাঠ করুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কর্মক্ষেত্রে বা অন্যত্র অর্থ লাভ হতে পারে। ব্যবসায় লাভের চেষ্টা করতে হবে। বিনিয়োগে ঝুঁকি নেওয়া যাবে না।

প্রতিকার- সন্ধ্যায় মহাদেবের পূজা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

ছোট বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ভাল সুযোগ এলেও তা হাতছাড়া করা ছাড়া কোনও উপায় থাকবে না।

প্রতিকার- সোমবার উপোস করে শিব চালিসা পাঠ করুন সকাল-সন্ধ্যায়।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

কর্মক্ষেত্রে যেকোনও কথা বলার সময় সতর্ক থাকতে হবে। অন্য কেউ আহত হলে কাজে বাধা আসতে পারে।

প্রতিকার- সোমবার উপোস করে রুদ্রাক্ষের মালা-সহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

বড় কোনও পরিকল্পনায় দ্বন্দ্ব তৈরি হতে পারে। কাজ শেষ হলে অর্থাগমের সম্ভাবনা। বিনিয়োগ লাভজনক হতে পারে।

প্রতিকার- ভগবান শিবের উপাসনা করে সন্ধ্যায় কাঁচা চাল ও তিল মিশিয়ে দান করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার সুযোগ মিলবে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।

প্রতিকার- সোমবার উপোস করে শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করুন।

Horoscope Today: রাশিফল ২৩ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সমস্যার সমাধানে এবার প্রত্যক্ষ ভূমিকা নিতে হবে, এছাড়া উপায় নেই।
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সমস্যার সমাধানে এবার প্রত্যক্ষ ভূমিকা নিতে হবে, এছাড়া উপায় নেই।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। ঘনিষ্ঠ কেউ ক্ষতি করার চেষ্টায় রয়েছে, চোখ-কান খোলা রাখতে হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। ঘনিষ্ঠ কেউ ক্ষতি করার চেষ্টায় রয়েছে, চোখ-কান খোলা রাখতে হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০। বন্ধুদের সঙ্গে সময় কাটানো উচিত, এর মধ্যেই আছে মনখারাপ কাটিয়ে ওঠার রাস্তা।
মিথুন: মে ২১ থেকে জুন ২০। বন্ধুদের সঙ্গে সময় কাটানো উচিত, এর মধ্যেই আছে মনখারাপ কাটিয়ে ওঠার রাস্তা।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। নিজের চাহিদার কথা স্পষ্ট ভাবে বলতে হবে, না হলে কেবলই ঠকতে হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। নিজের চাহিদার কথা স্পষ্ট ভাবে বলতে হবে, না হলে কেবলই ঠকতে হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। ঘনিষ্ঠ কারও দুঃসময়ে পাশে থাকতে হবে, অধৈর্য হলে চলবে না ৷
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। ঘনিষ্ঠ কারও দুঃসময়ে পাশে থাকতে হবে, অধৈর্য হলে চলবে না ৷
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।ভাগ্য সুপ্রসন্ন, কাঙ্ক্ষিত সব কিছুই কেবল আপনারই হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। ভাগ্য সুপ্রসন্ন, কাঙ্ক্ষিত সব কিছুই কেবল আপনারই হবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।কী ঘটতে চলেছে সহজেই বোঝা যাবে, সেই মতো সতর্ক থাকতে হবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কী ঘটতে চলেছে সহজেই বোঝা যাবে, সেই মতো সতর্ক থাকতে হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর। কিছু মানুষের গুরুত্ব স্বীকার করে নিলে সম্পর্ক আরও পোক্ত হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর। কিছু মানুষের গুরুত্ব স্বীকার করে নিলে সম্পর্ক আরও পোক্ত হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। নানা জায়গা থেকে ডাক এলেও দিনটি নিজের মতো করে কাটানো উচিত হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। নানা জায়গা থেকে ডাক এলেও দিনটি নিজের মতো করে কাটানো উচিত হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।প্রচণ্ড ব্যস্ততা ঘিরে রাখবে সারা দিন, যদিও প্রতি মুহূর্ত উপভোগ্য হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। প্রচণ্ড ব্যস্ততা ঘিরে রাখবে সারা দিন, যদিও প্রতি মুহূর্ত উপভোগ্য হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কর্মক্ষেত্রে পরিস্থিতি সহজ হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কর্মক্ষেত্রে পরিস্থিতি সহজ হবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।আবেগপ্রবণতা সমস্যায় ফেলতে পারে, তা যথাসাধ্য সামাল দিয়ে চলতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।আবেগপ্রবণতা সমস্যায় ফেলতে পারে, তা যথাসাধ্য সামাল দিয়ে চলতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

Daily Horoscope: রাশিফল ২৩ নভেম্বর: আপনার আজকের দিন কেমন যাবে? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

কলকাতা: গণনা তাঁর অভ্রান্ত, সাধারণ নাগরিক থেকে শুরু করে তারকা, সবার ভরসার জায়গা তিনি। এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।

মেষ রাশি:

শ্রীগণেশ বলছেন, দিনটা এই রাশির জন্য অনুকূল হতে চলেছে। কাজের জায়গায় কার্যসূত্রে ভ্রমণের যোগ তৈরি হতে পারে। আর কিছু জাতক-জাতিকার ট্রান্সফারের নির্দেশও আসতে পারে। তবে এর পাশাপাশি ভাগ্যের উপর ভরসা করে বসে থাকা একেবারেই অনুকূল হবে না। তাই কাজ করে যেতে হবে। বৈবাহিক জীবনে আনন্দ-সুখের সন্ধান পাবেন। কাজে জীবনসঙ্গীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আর সন্তানলাভের সুখও পুরোপুরি ভাবে অর্জন করতে সক্ষম হবেন। আর যাঁরা প্রেমের সম্পর্কে আছেন, তাঁরা নিজেদের মনের মানুষের থেকে ভাল পরামর্শ পেতে পারেন। আর একসঙ্গে সময় কাটানোর জন্য দূরে কোথাও যেতে সফল হবেন। এতে মন আনন্দে পরিপূর্ণ থাকবে। কিছু সমস্যার পরে অর্থ লাভ করতে পারেন।

শুভ রঙ: সাদা
শুভ সংখ্যা:

বৃষ রাশি:

শ্রীগণেশ বলছেন যে, এই রাশির জাতক-জাতিকারা নিজেদের ছোট ভাই-বোনদের সমর্থন পেতে পারেন। এতে কাজে সাফল্য লাভ করতে পারবেন। ব্যক্তিগত প্রয়াস আরও বাড়াতে হবে। যা সঠিক ফলাফল দিতে পারে। নিজের শখ অনুযায়ী কাজ করতে পারবেন। যা মনকে আনন্দ দিতে পারবে। বৈবাহিক জীবনে কিছু অশান্তির উদ্রেক হতে পারে। কিন্তু একে অপরের মাধ্যমে টাকা আয় করার সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। কাজের দিক থেকে দিনটা স্বাভাবিকই থাকবে। নিজের ব্যবসায় মনোনিবেশ করতে হবে এবং অন্যদের কাজে অপ্রয়োজনীয় ভাবে মাথা গলানো উচিত নয়। এছাড়া অবিবাহিতদের জন্য প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা স্বাভাবিক।

শুভ রঙ: পার্পল
শুভ সংখ্যা:

মিথুন রাশি:

শ্রীগণেশ বলছেন, আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল পেতে চলেছেন। দিনের শুরুতে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। তবে সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ভাল হয়ে যাবে। আয় বৃদ্ধি পেতে পারে এবং ব্য়য়ও নিয়ন্ত্রণে থাকবে। বৈবাহিক জীবনেও মিশ্র ফলাফল পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিশেষ কোনও বিষয়ে আলোচনা হতে পারে। ব্যবসায়িক দিক থেকে দিনটা অনুকূল হতে চলেছে এবং এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমের ফল লাভ করতে পারেন। অবিবাহিতদের প্রেম জীবনের সম্পর্কে ঘনিষ্ঠতা বৃদ্ধি পারে। এতে একে অপরের মধ্যে দূরত্ব কমে যাবে। পারিবারিক জীবনে আরও বেশি করে সময় দিতে হবে।

শুভ রঙ: সবুজ
শুভ সংখ্যা:

কর্কট রাশি:

শ্রীগণেশ বলছেন, দিনের শুরুটা ভালই হবে। আর আর্থিক পরিস্থিতিও মজবুত হবে। কিন্তু সন্ধ্যাবেলায় ব্যয় বাড়তে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে বুঝেশুনে সতর্ক হয়ে পদক্ষেপ করতে হবে। ভালবাসার মানুষের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলা আবশ্যক। বিবাহিত দম্পতিদের বৈবাহিক জীবন অনুকূল হবে। সুখের বাতাবরণ বজায় থাকবে। ভালবাসার মানুষ এই রাশির জাতক-জাতিকার কিছু খরচ বহন করতে পারেন। এতে স্বাচ্ছন্দ্য বাড়বে। বিরোধীদের থেকে সতর্ক থাকা উচিত। কারণ তাঁরা আপনার ক্ষতি করে দিতে পারেন। ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে, ফলে চাপমুক্ত থাকতে পারবেন। কাজের জায়গায় কঠোর পরিশ্রম করে যেতে হবে।

শুভ রঙ: বাদামি
শুভ সংখ্যা: ১৩

সিংহ রাশি:

শ্রীগণেশ বলেন যে, এই রাশির জাতক-জাতিকার কাছে দিনটা বেশ বিশেষ। বিকাল পর্যন্ত কাজে মনোনিবেশ করে থাকতে হবে। সন্ধ্যার সময় আয়ের উৎস বৃদ্ধির নতুন সুযোগ পেতে পারেন। যা সমস্ত সমস্যা দূর করবে। আর আর্থিক শক্তির পথেও অগ্রসর হতে পারবেন। ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু এতে আনন্দ বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। কিন্তু সন্ধ্যাবেলায় পারিবারিক কিছু বিষয়ে আপনার জবাবদিহির প্রয়োজন হবে।

শুভ রঙ: নীল
শুভ সংখ্যা:

কন্যা রাশি:

শ্রীগণেশ বলছেন যে, অফিসের সহকর্মী অথবা পরিবারের সঙ্গে একটা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যাঁরা লম্বা ছুটিতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তাঁরা তাতে সফল হবেন। প্রেমের জন্যও দিনটা বেশ ভাল। সম্পর্কে যদি সমস্যা চলে, সেটাও দূর হয়ে যাবে। আর একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। ফলে দুজনের প্রতি ভালবাসার টান আরও বাড়বে। সমাজে শ্রদ্ধা-সম্মান পাবেন এবং সামাজিক বৃত্ত বাড়বে। আয় সংক্রান্ত কিছু নতুন আইডিয়া আসতে পারে। কাজের জায়গায় একটু সতর্ক হতে হবে। কারণ বিরোধী পক্ষের কিছু মানুষ আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে।

শুভ রঙ: সোনালি
শুভ সংখ্যা: ১২

তুলা রাশি:

শ্রীগণেশ বলছেন, এই দিনে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত। না জেনেবুঝে কোনও বড় বিনিয়োগ করারও দরকার নেই। আর কোথাও ভ্রমণে যাওয়ার থাকলে তা স্থগিত রাখা ভাল। কার্যক্ষেত্রের জন্য দিনটা বেশ ভালই থাকবে। এই দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। এই রাশির জাতক-জাতিকার গুরুজনেরা তাঁদের প্রশংসা করবেন। বিশেষ আত্মীয় অথবা বন্ধুর সঙ্গে দেখা করার জন্য দিনটা অত্যন্ত ভাল। আপনার ব্যক্তিগত প্রয়াসের কারণে আপনি যে কাজই করবেন না কেন, সেটা সাফল্যের পরিস্থিতি তৈরি করবে।

শুভ রঙ: হলুদ
শুভ সংখ্যা:

বৃশ্চিক রাশি:

শ্রী গণেশ বলছেন যে, এই দিনে ব্যবসার সঙ্গে সম্পর্কিত কাজ করা উচিত। এটা উপযোগী বলে প্রমাণিত হবে। আর নতুন যোগাযোগ তৈরি হবে। যা পরবর্তী কালে উপকারে আসতে পারে। বৈবাহিক জীবনের দৃষ্টিভঙ্গি থেকে দিনটা বেশ ভালই যাবে। স্বামী অথবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। সম্পর্কেরও উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সুখে থাকতে পারবেন। এর প্রভাব পড়বে পারিবারিক জীবনের উপরেও। এর ফলে শান্তির সন্ধান পাবেন। কাজের জায়গায় দিনটা স্বাভাবিক থাকবে। সকলেই কাজ উপভোগ করতে পারবেন।

শুভ রঙ: কমলা
শুভ সংখ্যা:

ধনু রাশি:

শ্রী গণেশ বলছেন, নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা আবশ্যক। কারণ আবহাওয়ার পরিবর্তনের জেরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। এর ফলে প্রচুর টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি প্রেম জীবনেও অশান্তি তৈরি হতে পারে। এই রাশির জাতক-জাতিকার ভালবাসার মানুষ কাজের জন্য দূরে কোথাও যেতে পারেন, যার ফলে তাঁদের অনুপস্থিতি অনুভব করতে পারবেন। বিবাহিত দম্পতিদের বৈবাহিক জীবনে মিশ্র ফলাফল আসবে। সঙ্গীর ব্যস্ততা চরমে পৌঁছতে পারে। ফলে আপনার প্রতি মনোযোগ কম থাকবে। তাই কাজের জায়গায় নিজের কাজের উপর আরও মনোনিবেশ করতে হবে।

শুভ রঙ: ধূসর
শুভ সংখ্যা: ১১

মকর রাশি:

শ্রী গণেশ বলছেন, কর্মই পূজা এই নীতিই এই রাশির জাতক-জাতিকার মনে বিরাজ করবে। নিজের কাজে পুরোপুরি ভাবে মনোনিবেশ করতে হবে। এর ফলে কাজ আরও ভাল ভাবে সম্পন্ন হবে। একাধিক বস থাকলে কয়েকজনের সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই নিজের আচরণে ভারসাম্য বজায় রাখতে হবে। প্রেম জীবনের জন্য দিনটা অনুকূল হবে। কাজের ক্ষেত্রে ভালবাসার মানুষের সাহায্য পাবেন। বিবাহিতদের বৈবাহিক জীবন আরও ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে গোপনীয়তার ভাব বজায় রাখতে পারবেন। এতে সম্পর্কও মজবুত হবে। পারিবারিক জীবনেও খুশির বাতাবরণ থাকবে, ফলে দিনটাকে আরও ভাল ভাবে উপভোগ করতে পারবেন।

শুভ রঙ: লাল
শুভ সংখ্যা:

কুম্ভ রাশি

শ্রী গণেশ বলছেন, আয় ভালই হবে। যার জন্য মনও ভাল থাকবে। পারিবারিক জীবনেও আনন্দ বজায় থাকবে। মা-বাবার সমর্থনে নিজের কাজে সাফল্য লাভ করতে পারবেন। তাঁদের পরামর্শে বড় কাজ হাতে আসবে। আর এর সাফল্যের জেরে অনেক উপযোগিতা আসবে। আয় বৃদ্ধির ফলে দিনটা ভাল যাবে। পারিবারিক জীবনের জন্যও দিনটা ভাল হলেও বৈবাহিক জীবনে চাপের পরিস্থিতি আসতে পারে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্য শীঘ্রই ভাল হবে।

শুভ রঙ: পার্পল
শুভ সংখ্যা:

মীন রাশি

শ্রীগণেশ বলছেন, এই রাশির জাতক-জাতিকারা ব্যস্ততার মধ্যে থাকবেন। ভ্রমণে বেরোনোর যোগ তৈরি হতে পারে। এর পাশাপাশি প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে কোথাও যেতে পারেন অথবা কোথাও ভ্রমণে গিয়ে তাঁদের সঙ্গে দেখা হতে পারে। ভাই-বোনেদের সহায়তায় প্রচুর কাজ সম্পন্ন হবে। শৈল্পিক কাজ করতে পারেন। যার ফলে মনে আনন্দ বজায় থাকবে। নিজের পছন্দের বা শখের কাজ করলে আর্থিক লাভ হতে পারে এবং সমাজে সম্মানও বাড়তে পারে। কার্যক্ষেত্রে সহকর্মীদের থেকে সাহায্য পেতে পারেন। এর জেরে দিনটা ভালই হবে আর বৈবাহিত জীবনও সুখের হবে।

শুভ রঙ: কালো
শুভ সংখ্যা: ১০

চিরাগ দারুওয়ালা (Chirag Daruwalla):

Chirag Daruwalla
Chirag Daruwalla

প্রথম সারির সেলিব্রিটি জ্যোতিষী চিরাগ দারুওয়ালা ভারতের বিখ্যাত জ্যোতিষীদের মধ্যে অন্যতম। তিনি শ্রীবেজান দারুওয়ালার পুত্র। ভবিষ্যৎ আপনার জন্য কী নির্ধারণ করে রেখেছে, সেটা জানার আগ্রহ থাকলে চিরাগ দারুওয়ালার পরামর্শ নেওয়া যেতে পারে। তাতে সঠিক গাইডেন্স পাওয়া যাবে। জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, হস্তরেখাবিদ্যা প্রভৃতি বিষয়ে তাঁর অভিজ্ঞতা আঠেরো বছরেরও বেশি। চিরাগ দারুওয়ালা তাঁরা বাবা জ্যোতিষী বেজান দারুওয়ালার পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর ChiragDaruwalla.com -এ আসার জন্য আমন্ত্রণও জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা।

জীবন সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইলে চিরাগ দারুওয়ালার সঙ্গে এই নম্বরে +91 8141566266 অথবা info@chiragdaruwalla.com-এ যোগাযোগ করতে পারেন। খোলামেলা মস্তিষ্ক এবং বড় মন গ্রহণ করে চিরাগ দারুওয়ালা জ্যোতিষশাস্ত্র এবং জীবনে সময়ের গুরুত্বের উপর জোর দিয়ে থাকেন। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রেও বিখ্যাত জ্যোতিষী হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F