ঘটনার দিন নিয়ে ৭ 'জরুরি' প্রশ্ন, এবার সিবিআই জেরার মুখে কলকাতা পুলিশের অফিসার! যা ঘটল...

CBI-RG Kar Case: ঘটনার দিন নিয়ে ৭ ‘জরুরি’ প্রশ্ন, এবার সিবিআই জেরার মুখে কলকাতা পুলিশের অফিসার! যা ঘটল…

কলকাতা: আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় ডিসি ডিডি স্পেশাল বিদিত বুন্দেশের বয়ান রেকর্ড করল সিবিআই। ডিসি ডিডি স্পেশালের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয় একাধিক তথ‍্য।

সিবিআই সূত্রে খবর, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (গোয়েন্দা বিভাগ) বিদিত বুন্দেশের কাছে জানতে হয়েছে একাধিক বিষয়। নীচে তালিকার আকারে দেওয়া হল প্রশ্নগুলি।

আরও পড়ুন: জিন্স প‍্যান্টে কেন থাকে এই ‘ছোট্ট পকেট’? রোজই পরেন, তাও ৯৯% লোকজনই জানেন না, আসল কারণ শুনলে চমকে যাবেন

মূলত অস্বাভাবিক মৃত্যুর মামলা কী ভাবে করা হয়?

ইনকোয়েস্ট পদ্ধতি কি? কারা ইনকোয়েস্ট করেন?

ইনকোয়েস্টের ফর্ম কি অস্বাভাবিক মামলা হিসেবে ধরা হয়?
জিডিই এন্ট্রি কি ভাবে প্রস্তুত করা হয়?

আপনারা কি জিডিই এন্ট্রি দুটো করেন? না কি খবর পেয়ে যাওয়ার সময় এন্ট্রি হয়?

কোথাও দেহ উদ্ধারের ঘটনা ঘটলে অস্বাভাবিক মামলা রুজু করে ময়না তদন্ত করানো হয়?

ময়না তদন্তের পর ফাইনডিং পেয়ে কি নির্দিষ্ট সেকশন যুক্ত করে এফআইআর করেন?