আরজি করে একদিনে পর পর দু’বার Cbi-এর টিম! হঠাৎ কী হল আজ...কেন হঠাৎ হানা?

CBI In RG Kar Hospital: আরজি করে একদিনে পর পর দু’বার Cbi-এর টিম! হঠাৎ কী হল আজ…কেন হঠাৎ হানা?

কলকাতা: আরজি কাণ্ডের তদন্তে ফের আরজি করে এল সিবিআই। তদন্তকারী অফিসার-সহ ৩ জন সিবিআই আধিকারিক রবিবার তদন্তের কারণে এলেন আরজি কর হাসপাতালে।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার বিকেলে সিবিআইয়ের আইনি আধিকারিক পরিদর্শন করতে আসেন। ল অফিসার চলে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বিতীয় টীম আসে আরজি কর হাসপাতালে। চিকিত্‍সক তরুণীকে ধর্ষণ এবং খুনের তদন্তের কারণেই ফের সিবিআই হানা দিল এই হাসপাতালে।

আরও পড়ুন: ATM কার্ড ছাড়াই দিব‍্যি তোলা যাবে ক‍্যাশ টাকা! শুধু ফোন থাকলেই…কীভাবে হাতে পাবেন কড়কড়ে নোট? ৯৯% লোকজনই জানেন না

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার ‘ঘনিষ্ঠ’ কলকাতা পুলিশের এএসআই (অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর)-এর পলিগ্রাফ পরীক্ষা করিয়েছিল সিবিআই। এএসআই অনুপ দত্ত নিজেও পলিগ্রাফ পরীক্ষা করানোর বিষয়ে সম্মতি দিয়েছিলেন।

প্রসঙ্গত, কারও পলিগ্রাফ পরীক্ষা করাতে হলে আদালত ছাড়াও সেই ব্যক্তির অনুমতি প্রয়োজন। এর আগে সিজিও দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ধৃতের ‘ঘনিষ্ঠ’ অনুপকে। প্রথম দিন সিবিআই দফতরে ঢোকার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি দৌড় দিয়েছিলেন। এবার তাঁকে ফের ডেকে পাঠাল সিবিআই।

আরও পড়ুন: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও

রবিবার ফের সিবিআই-এর কাছে গেলেন অনুপ দত্ত। আজ ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। তাঁর বয়ান রেকর্ড করা হবে। সূত্রের খবর, পলিগ্রাফ পরীক্ষায় বেশ কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়েছে, তাই আজ ফের তলব করা হয়েছে তাঁকে