কলকাতা পুলিশের এসএআই অনুুপ দত্ত৷

RG Kar murder: সঞ্জয়কে চেনেন? প্রশ্ন শুনেই পড়িমড়ি ছুট সেই পুলিশ অফিসারের, হাজিরা সিবিআই দফতরে

কলকাতা: সামান্য সিভিক ভলেন্টিয়ার হয়ে কীভাবে এত দাপুটে হয়ে উঠেছিল সঞ্জয় রাই? সিভিক ভলেন্টিয়ার হয়েও কীভাবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ব্যারাকে থাকত সে? কীভাবে পুলিশকর্মী পরিচয় দিয়ে অবাধে বিভিন্ন সরকারি হাসপাতালের যত্রতত্র ঘুরে বেড়াত সঞ্জয়?

এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই৷ এ দিনই কলকাতা পুলিশের ওই অফিসারকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে এ দিন দুপুরেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন অনুপ দত্ত৷

সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, তিনি সঞ্জয় রাইকে চিনতেন কি না? এই প্রশ্ন শুনেই পড়িমড়ি করে ছুটে সিজিও কমপ্লেক্সের ভিতরে কোনওক্রমে ঢুকে যান অনুপ দত্ত৷ সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷

আরও পড়ুন: যৌন নির্যাতন, শ্বাসরোধ, শরীর জুড়ে আঘাত! কী বলছে ময়নাতদন্তের চূড়়ান্ত রিপোর্ট?

আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রাই নামে ওই সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারির পরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে৷ জানা যায়, সিভিক ভলেন্টিয়ার হলেও কলকাতা পুলিশের অন্দরে যথেষ্ট প্রভাবশালী ছিল সঞ্জয়৷ এমন কি, সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের পুলিশ ব্যারাকে থাকত সে৷ কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের প্রশ্রয়েই সঞ্জয়ের এত বাড়বাড়ন্ত বলে জানা যায়৷ সেই কারণেই ওই অফিসারকে এ দিন ডেকে পাঠায় সিবিআই৷

অভিযোগ, পুলিশ ওয়েলাফেয়ার বোর্ডের হয়ে কাজ করত সঞ্জয়৷ বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে অবাধ যাতায়াত ছিল তার৷ এই অনুুপ দত্তই সঞ্জয়কে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কাজে যুক্ত করতে প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ৷ পুলিশের বাইক চড়েই ঘুরে বেড়াত সঞ্জয়৷ এমন কি, পুলিশকর্মীরাও সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে সমঝে চলতেন বলেই সূত্রের খবর৷