West Bengal Chief Secretary: রাজ্যের প্রস্তাব মানল কেন্দ্র, মুখ্যসচিব পদের মেয়াদ বৃদ্ধি হল বিপি গোপালিকার

কলকাতা: রাজ্যের প্রস্তাব মানল কেন্দ্র। মুখ্যসচিবের মেয়াদ বাড়াল কেন্দ্র। মুখ্যসচিব বিপি গোপালিকা -এর মেয়াদ তিনমাস বাড়ল। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মেয়াদ বাড়াল কেন্দ্র। ফলে আপাতত ভোটের মধে প্রশাসনিক স্তরে বড় কোনও রদবদল দেখতে হচ্ছে না রাজ্যকে৷ আপাতত বর্তমান মুখ্যসচিবই দায়িত্ব সামলাবেন৷

ভোটের মধ্যেই মুখ্যসচিবের মেয়াদ শেষ হওয়া নিয়ে একটা একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ রবিবার পর্যন্ত স্পষ্ট ছিল না, অবসরের দিন এগিয়ে এলেও ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদ বাড়বে কি না৷ কেন্দ্রীয় সরকার সূত্রে কোনও বার্তা তখনও নবান্নে আসেনি৷ ভোটের মধ্যেই তাই নতুন কাউকে বসাতে হবে কি না এই পদে, তাই নিয়েও ছিল নানারকম জল্পনা৷

বিপি গোপালিকার মেয়াদ শেষ হচ্ছে এই মাসের শেষ দিনে৷ চলতি বছরে জানুয়ারি মাসের ১ তারিখে তিনি পদের দায়িত্ব নিয়েছিলেন৷ এর পর সম্প্রতি একটি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর কর্মজীবনের মেয়াদ বৃদ্ধির কথা৷ তার পরেই রাজ্য সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়ে এই বিষয়ে চিঠি পাঠানো হয়৷ সেই চিঠির ভিত্তিতেই শেষ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হল তাঁর৷