প্রতীকী ছবি৷

Unified pension scheme: ন্যূনতম পেনশন মাসে ১০ হাজার টাকা! কর্মীদের দাবি মেনে বড় ঘোষণা করে দিল মোদি সরকার

কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন প্রকল্পের সূচনা করল নরেন্দ্র মোদি সরকার৷ শনিবারই এই নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গেল৷ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই ঠিক করবেন, তাঁরা ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)-এর আওতায় থাকবেন না কি বিকল্প হিসেবে ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস)-কে বেছে নেবেন৷ একই ভাবে রাজ্য সরকারগুলিও নিজেদের কর্মচারীদের জন্য ইউপিএস-কে বেছে নিতে পারবে৷

১ এপ্রিল, ২০২৫ থেকে ইউপিএস কার্যকর হবে৷ প্রথম বছর এই প্রকল্প রূপায়নের খরচ পড়বে ৬২৫০ কোটি টাকা৷ ২০০৪ সাল থেকে যাঁরা এনপিএস প্রকল্পের আওতায় অবসর গ্রহণ করেছেন, তাঁরাও নতুন এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন৷

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, এই প্রকল্প চালুর ফলে অন্তত ২৩ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই এ দিন নতুন পেনশন প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

আরও পড়ুন: HDFC ব্যাঙ্ক থেকে ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার Personal Loan নিচ্ছেন? মাসে কত EMI পড়বে দেখুন

নতুন এই প্রকল্পে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম নিশ্চিত পেনশন, পরিবারের জন্য ন্যূনতম পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকছে৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বড় প্রকল্পে ছাড় দেওয়া হয়৷ বর্তমান পেনশন প্রকল্পে কর্মচারীদের দশ শতাংশ অবদান থাকে, কেন্দ্রের অবদান থাকে ১৪ শতাংশ৷ নতুন প্রকল্পে তা বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে৷

জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিতে নির্বাচনের আগে নতুন এই পেনশন প্রকল্প বিজেপির ভোট প্রচারের বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে৷

ইউপিএস-এ কী কী সুবিধে?

ন্যূনতম ২৫ বছর যাঁরা চাকরি করেছেন, অবসরের আগে শেষ ১২ মাস তাঁদের যা মূল বেতন ছিল গড়ে তার পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে৷ যাঁদের চাকরি জীবনের মেয়াদ দশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে, তাঁরাও সমানুপাতিক হারে পেনশন পাবেন৷

মৃত্যুর আগে পেনশনভোগী যে টাকা পেনশন পেতেন, তার ষাট শতাংশ পারিবারিক পেনশন হিসেবে পাওয়া যাবে৷

যাঁদের চাকরি জীবনের মেয়াদ অন্তত ১০ বছর, তাঁরা ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন পাবেন৷ ইউপিএস প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ঘোষিত ডিএ-র সুবিধাও পাবেন পেনশনভোগীরা৷