বিশ্বকাপ শেষ, এবার ‘মিনি বিশ্বকাপ’! কবে থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি? রইল পুরো সূচি

কলকাতা: বিশ্বকাপ শেষ এবার মিনি বিশ্বকাপ! টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে পরবর্তী আইসিসি ইভেন্টের ক্রীড়াসূচি চলে এল।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কবে-কোথায়-কাদের বিরুদ্ধে খেলবে, জানা গেল সূচি। ২০২৫ আইসিসি ট্রফি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা।

এবার প্রশ্ন হল, ভারত সরকার কি টিম ইন্ডিয়াকে পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার অনুমতি দেবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে কয়েক মাস।

আরও পড়ুন- সর্বকালের সেরা ১১ জন ক্রিকেটারকে বাছলেন রিকি পন্টিং, একজন মাত্র ভারতীয়!

আপাতত টিম ইন্ডিয়া পাকিস্তানের মাটিতে খেলতে যাবে ধরে নিয়েই ক্রীড়াসূচি তৈরি করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পুরোটাই নির্ভর করছে ভারত সরকারের অনুমতির উপর। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে। ফলে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

—- Polls module would be displayed here —-

২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যতদূর জানা যাচ্ছে, করাচিতে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড ও আয়োজক দেশ পাকিস্তান।

ফাইনাল ম্যাচ হবে ৯ মার্চ। ফাইনাল ম্যাচ হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ৮টি দল খেলবে এই টুর্নামেন্টে। মোট ১৫টি ম্যাচ খেলা হবে। পাকিস্তানের তিনটি শহরে হবে সব ম্যাচ।

লাহোর ও করাচি ছাড়া রাওয়ালপিন্ডিতেও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা হবে। ৭টি ম্যাচ হতে পারে লাহোরে। ৫টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ৩টি ম্যাচ করাচিতে। মোট ১৯ দিন ধরে চলবে টুর্নামেন্ট। ২টি সেমিফাইনাল খেলা হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে।

আরও পড়ুন- বিরাট কোহলি বড়সড় বিপদে! এফআইআর হল, থানা-পুলিশ হয়ে গেল একদিনে

চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে ভারত। গ্রুপ লিগে টিম ইন্ডিয়া খেলবে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে। ১লা মার্চ ভারত-পাক ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ হতে পারে লাহোরে। টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠলে সূচি বদলে সেই ম্যাচও হতে পারে লাহোরে।

দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি-

১. পাকিস্তান-নিউজিল্যান্ড- ১৯ ফেব্রুয়ারি, করাচি।
২. ভারত-বাংলাদেশ- ২০ ফেব্রুয়ারি, লাহোর।
৩. আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা- ২১ ফেব্রুয়ারি, করাচি।
৪. অস্ট্রেলিয়া-ইংল্যান্ড- ২২ ফেব্রুয়ারি, লাহোর।
৫. ভারত-নিউজিল্যান্ড- ২৩ ফেব্রুয়ারি, লাহোর।
৬. পাকিস্তান-বাংলাদেশ- ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি।
৭. আফগানিস্তান-ইংল্যান্ড- ২৫ ফেব্রুয়ারি, লাহোর।
৮. অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা- ২৬ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি।
৯. বাংলাদেশ-নিউজিল্যান্ড- ২৭ ফেব্রুয়ারি, লাহোর।
১০. আফগানিস্তান-অস্ট্রেলিয়া- ২৮ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি।
১১. ভারত-পাকিস্তান- ১ মার্চ, লাহোর।
১২. দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড- ২ মার্চ, রাওয়ালপিন্ডি।
১৩. প্রথম সেমিফাইনাল- ৫ মার্চ, করাচি।
১৪. দ্বিতীয় সেমিফাইনাল- ৬ মার্চ, রাওয়ালপিন্ডি।
১৫. ফাইনাল- ৯ মার্চ, লাহোর।