১৯৯৪ সালে কেনা এসবিআই-এর সেই শেয়ার৷

SBI Share: ১৯৯৪ সালে ৫ হাজারে কেনা SBI শেয়ার, হঠাৎ খুঁজে পেলেন চিকিৎসক! ঘরে এল কত লক্ষ?

চণ্ডীগড়: ১৯৯৪ সালে কেনা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু শেয়ার৷ কারও অজান্তেই তা বাড়িতে পড়েছিল৷ আর তিরিশ বছর আগে মাত্র ৫০০০ টাকায় কেনা সেই শেয়ারগুলির বিক্রি করেই কয়েক লক্ষ টাকা ঘরে তোলার সুযোগ পেয়ে গেলেন চণ্ডীগড়ের এক চিকিৎসক৷ এই ঘটনাই আরও একবার দেখিয়ে দিল, গত কয়েক দশকে কীভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে টাকার মূল্য৷

নিজের এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন চণ্ডীগড়ের বাসিন্দা তন্ময় মোতিলাল নামে ওই চিকিৎসক৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমার দাদু-ঠাকুমা ৫০০০ টাকার বিনিময়ে ১৯৯৪ সালে এসবিআই-এর কিছু শেয়ার কেনেন৷ তার পর সেগুলির কথা ভুলেও যান৷ সত্যি কথা বলতে, তাঁরা কেন ওই শেয়ারগুলি কিনেছিলেন, তাও তাঁরা মনে করতে পারছেন না৷’

আরও পড়ুন: কবে কোন কোন জেলায় তাপপ্রবাহ, বৃষ্টির আশা কতটা? বিরাট আপডেট দিয়ে দিল হাওয়া অফিস

ওই শেয়ারগুলির সঙ্গেই প্রয়োজনীয় সার্টিফিকেটও খুঁজে পান ওই চিকিৎসক৷ এর পরই শেয়ারগুলিকে ডিম্যাটে বদল করার জন্য পাঠান তিনি৷

ওই চিকিৎসকের করা এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি৷ প্রায় প্রত্যেকেই জানতে চান, বর্তমানে ওই শেয়ারগুলির বাজারমূল্য কত? জবাবে ওই চিকিৎসক জানান, ডিভিডেন্ড বাদ দিয়ে শেয়ারগুলির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা৷

ওই চিকিৎসক অবশ্য এক্স হ্যান্ডেলে তাঁর প্রথম পোস্টে দাবি করেছিলেন, ওই শেয়ারগুলি ৫০০ টাকার বিনিময়ে কেনা হয়েছিল৷ পরে অবশ্য ভুল শুধরে নিয়ে তিনি জানান, ৫০০ নয়, ৫০০০ টাকার বিনিময়ে শেয়ারগুলি কেনা হয়৷