বাড়ছে ডেঙ্গি, কিন্তু কোথায় চিকিৎসক? কর্মবিরতিতে বেহাল পরিষেবা সামাল দিতে ডাকলেন মুখ্য সচিব

Dengue Control Mission: বাড়ছে ডেঙ্গি, কিন্তু কোথায় চিকিৎসক? কর্মবিরতিতে বেহাল পরিষেবা সামাল দিতে ডাকলেন মুখ্য সচিব

কলকাতা:  আরজি কর কাণ্ডের বিচার চেয়ে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। সেই পরিস্থিতির সামাল দিতে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। কী ভাবে হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার হাল ফেরানো যায়, সে নিয়েই জরুরি বৈঠক।

বর্ষায় প্রকট হয়েছে ডেঙ্গির উপদ্রব। ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যাও কম নয়। সেই পরিস্থিতি নিয়েও বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব, খবর নবান্ন সূত্রে। শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হবে এই ভার্চুয়াল বৈঠক।

আরও পড়ুন- তিরিশেই বয়সের ছাপ মুখে? এই ১ সবজি নিংড়ে নেবে বার্ধক্য! ঝকঝকে ত্বকে ফিরবে আত্মবিশ্বাস

বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও। জলপাইগুড়ি-সহ বেশ কয়েকটি জেলায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে। তা নিয়ে পর্যালোচনা করবেন মুখ্য সচিব।

ডেঙ্গি মোকাবিলায় সরকারি হাসপাতালগুলিতে কী কী করণীয়, তা নিয়েও নির্দেশ দেবেন মুখ্য সচিব।

তবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকায় কী ভাবে ডেঙ্গি মোকাবিলা সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠছে। এ সব সামাল দিতেই বৈঠক ডেকেছেন মুখ্য সচিব।

অন্য দিকে, আরজি কর দুর্নীতি মামলায় এবার ময়দানে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় এবার তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গেল ইডির টিম।

সূত্রের খবর সন্দীপ ঘোষের বাড়িতে সকাল ৬টা ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে যান। যদিও বাহিনী মোতায়েন রয়েছে বাড়ির বাইরে।