সিলভার জোড়া গোল, জামশেদপুরের মাঠে গিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

জামশেদপুর – ১
ইস্টবেঙ্গল – ৩

#জামশেদপুর: স্টিফেন কনস্ট্যানটাইন কথা দিয়েছিলেন একটু সময় পেলে তিনি ইস্টবেঙ্গল দলটাকে গুছিয়ে নেবেন। কথার কথা বলেননি সাহেব কোচ সেটা বোঝা যাচ্ছে এখন। শুরুর দিকে যতটা খারাপ খেলছিল দলটা, এই মুহূর্তে অনেক গুছিয়ে নিয়েছে লাল হলুদ। ফিটনেস, বল ধরে রাখার ক্ষমতা এবং ডিফেন্স আগের থেকে উন্নত। রবিবার যারা ইস্টবেঙ্গলের ম্যাচটা দেখেছেন তারা নিশ্চয়ই মানবেন লাল হলুদের খেলা তাদের আশ্বস্ত করছে।

ক্লেটন সিলভার জোড়া গোলে জামশেদপুরকে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। প্রথম বার টানা দু’টি অ্যাওয়ে ম্যাচে জিতল তারা। বাকি যে ম্যাচটি জিতেছে, সেটিও গুয়াহাটিতে নর্থইস্টের হয়ে অ্যাওয়ে ম্যাচে। সোমবারের ম্যাচ দেখার পর ইস্টবেঙ্গল সমর্থকরা দাবি করতেই পারেন, তাদের বাকি সবক’টিই অ্যাওয়ে ম্যাচ হোক।

কারণ ঘরের মাঠে এখনও জিততে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় তারা। আক্রমণ শুরু হয় সেই ক্লেটনের থেকেই। তাঁর থেকে নাওরেমের মহেশের পায়ে বল যায়। তিনি ক্রস করেন বক্সের উদ্দেশে। সেখান থেকে অনবদ্য হেডে বল জালে জড়ান ভিপি সুহের।

প্রতি আক্রমণ থেকে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। বল পেয়ে একাই উঠতে থাকেন মহেশ। এক দিক দিয়ে ছুটছিলেন ক্লেটন। মহেশের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে দেন ক্লেটন। ৩৭ মিনিটে একটি গোল শোধ করে জামশেদপুর। বক্সের মধ্যে বিপক্ষের ফুটবলারকে ফেলে দেন লালচুংনুঙ্গা।

পেনাল্টি থেকে এক গোল শোধ করেন জে টমাস। বাঁ দিকে বল পেয়েছিলেন সেই মহেশ। একটু এগিয়ে তিনি বক্সের মধ্যে ক্লেটনকে উদ্দেশ্য করে পাস বাড়ান। বিপক্ষ ডিফেন্ডারদের ঘাড়ে নিয়ে গোল করেন ক্লেটন। এদিন ব্রাজিলীয় তারকা প্রমাণ করলেন ভারতবর্ষে বিদেশীদের মধ্যে তিনি অন্যতম ধারাবাহিক। পাশাপাশি জর্ডান, লিমা এবং ভারতীয় ফুটবলার হাওকিপ নজর কেড়েছেন।