Kalatan Dasgupta

CPIM Leader arrested: ধরনামঞ্চে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার দুই বাম নেতার ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

কলকাতা: জুনিয়র ডাক্তারদের উপর হামলার আশঙ্কা সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া কলতান দাসগুপ্ত এবং সঞ্জীব দাসের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।

জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও শুক্রবার প্রকাশ্যে আসে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন, এই অভিযোগ ওঠে সেই অডিও ঘিরে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস

দুই নেতার কথোপকথনের অডিও ক্লিপটি প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা৷ সেই ঘটনায় শুক্রবারই পুলিশের হাতে ধরা পড়েছিলেন এক অভিযুক্ত, সঞ্জীব দাস।

আরও পড়ুন: পলিগ্রাফে রাজি হলেও নার্কো টেস্টের অনুমতি দেয়নি সঞ্জয়! কেন আলাদা এই দুই পরীক্ষা?

পরে গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। কলতান ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য। আজ, অর্থাৎ শনিবার কলতানকে গ্রেফতার করে আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন করা হয়েছিল। এবার কলতান দাসগুপ্ত এবং সঞ্জীব দাসের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।