গোমাংস বিতর্ক! রোহিতের সমর্থনে তৈরি হল হ্যাশট্যাগ, ফ্যানেদের ট্যুইট সাইক্লোন

#মেলবোর্ন: বায়ো বাবল ভেঙে মেলবোর্নের এক রেস্তোরাঁয় খেতে যাওয়ায় অভিযুক্ত টিম ইন্ডিয়ার পাঁচ ক্রিকেটার৷ তালিকায় রয়েছেন দলের স্টার ব্যাটসম্যান রোহিত শর্মা ছাড়াও ঋষভ পন্থ, পৃথ্বী শ, নবদীপ সাইনি ও শুভমান গিল৷

এক ফ্যান ট্যুইটারে দাবি করেন যে, ক্রিকেটারদের বিল তিনিই মিটিয়েছেন৷ বিলের ছবি ভাইরাল হওয়ার সঙ্গেই রোহিতদের নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়৷ কারণ ক্রিকেটারদের মেন্যুতে বিফ এবং পর্ক ছিল৷

রোহিত একজন ‘অ্যানিমাল অ্যাক্টিভিস্ট’ হয়ে কী করে গোমাংস ভক্ষণ করতে পারেন! এই প্রশ্ন তুলেই তাঁকে চূড়ান্ত ট্রোল করা হয়৷ তাঁকে ভণ্ড বলেও কটাক্ষ করা হয়৷ কিন্তু হিটম্যানের পাশেই রয়েছেন বহু ফ্যান৷ গোমাংস বিতর্কে তাঁরা দেশের ওপেনারের সমর্থনে ঝড় তুললেন ট্যুইটারে৷ তৈরি হয়েছে #IStandWithRohit

সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা এই বিলের সত্যতার কোনও দায় নেই নিউজ ১৮ বাংলার ৷ কারণ তা কোথাও পাওয়া যায়নি৷ যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তদন্ত করে দেখছে ক্রিকেটাররা সত্যি সত্যিই বায়ো বাবল ভেঙেছিলেন কিনা৷ বিসিসিআই জানিয়েছে ক্রিকেটাররা বায়ো বাবল উলঙ্ঘন করেননি, তাঁরা সকলেই এই নিয়মগুলির সম্পর্কে ওয়াকিবহাল৷