Sudip Chatterjee : বঞ্চিত এবং অপমানিত! বাংলা ছেড়ে ঋদ্ধিমানের ত্রিপুরায় সই সুদীপের

#কলকাতা: আগেই বাংলা ছেড়েছিলেন ঋদ্ধিমান সাহা। এবার তার দেখানো পথেই হাঁটলেন সুদীপ চট্টোপাধ্যায়। ঋদ্ধিমান সাহার পর বাংলার আরও এক ক্রিকেটার ত্রিপুরাতে। দু’দিন আগে জানা গিয়েছিল বাংলা ছাড়ছেন সুদীপ চট্টোপাধ্যায়। সোমবার ত্রিপুরাতে গিয়ে সইও করে আসেন তিনি। বাংলার বাঁহাতি ব্যাটার মঙ্গলবার শহরে ফেরেন।

বুধবার তিনি বাংলার ক্রিকেট সংস্থায় গিয়ে ছাড়পত্র নিতে পারেন।যে ত্রিপুরার বিরুদ্ধে বাংলার হয়ে অভিষেক হয়েছিল সুদীপের, এবার সেই দলের হয়েই খেলতে চলেছেন তিনি। এই ১২ বছরে বাংলার হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন, বাংলাকে বেশ কিছু ম্যাচে নেতৃত্বও দিয়েছেন সুদীপ। দীর্ঘ দিনের সেই সম্পর্ক হঠাৎ কেন ছিন্ন করলেন তিনি?

সুদীপ যে সময় বাংলার হয়ে খেলার সুযোগ না পাওয়ার কথা বললেন, সে সময় বাংলার কোচ অরুণ লাল। এই মরসুমে বাংলা দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লক্ষ্মীরতন শুক্লর হাতে। সুদীপের অভিষেক ম্যাচে যিনি ছিলেন বাংলার অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩টি ম্যাচ খেলে সুদীপের সংগ্রহ ৩৯৮৮ রান। রয়েছে ১০টি শতরান। লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ৫৬টি ম্যাচ। করেছেন ১৩২০ রান।

২০১৭ সালে ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও গিয়েছিলেন সুদীপ। ভারত গ্রিন দলের হয়ে খেলেছিলেন দলিপ ট্রফিতেও। সুদীপ মনে করেন যথেষ্ট সুযোগ পাচ্ছিলেন না বাংলা দলের হয়ে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে বাংলা দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি।

রাহুল দ্রাবিড় পর্যন্ত একসময় তার ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন। সেই সুদীপ মনে করছেন কোন অজানা কারণে তাকে বাংলা দলে এক ঘরে করে দেওয়া হয়েছিল পরিষ্কার নয়। তিনি ক্রিকেটার, যেখানে সুযোগ পাবেন সেখানে খেলবেন। কিছু ব্যবহার তার খারাপ লেগেছে।

সেভাবে সমর্থন পাননি দলের সিনিয়র এবং কোচের থেকে। ফলে অপমানিত বোধ করেছেন। এখন দেখার ত্রিপুরার জার্সিতে ঋদ্ধিমান সাহার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন।