বিশ্বকাপ শেষ হলেই সৌদির ক্লাবে পাকা রোনাল্ডো ! টাকায় ১০ গোল মেসি, নেইমারকে

#দোহা: তিনি যেটা করেন সেটাই রেকর্ড তৈরি করে। তিনি পথ দেখান, বাকিরা সেই পথে হাঁটে। বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখার সময়ও ইউনাইটেডের খেলোয়াড় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁর একটি বিস্ফোরক সাক্ষাৎকারের সূত্রে ইউনাইটেডের সঙ্গে সম্পর্কে চিড় ধরে। সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ, কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিকপক্ষের সমালোচনা করেন তিনি।

এর জেরে দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের খবর আসে। ওল্ড ট্রাফোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় রোনাল্ডোর সব ছবি এবং স্মৃতি। যে ক্লাবে খেলে বিশ্ব ফুটবলে প্রথম নাম করেছিলেন তিনি সেই ক্লাবের কর্মকর্তারা পর্তুগিজ তারকার সঙ্গে এমন ব্যবহার করবেন বোঝা যায়নি।

কিন্তু নামটা যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তখন তিনি হেরে লড়াই শেষ করবেন এমনটা হতে পারে না। ক্লাবহীন রোনাল্ডো বিশ্বকাপের পরই পা রাখতে যাচ্ছেন নতুন ঠিকানায়। সেই ঠিকানাটি ইউরোপের কোনও ক্লাব নয়, সৌদি আরবের আল–নাসর! স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, দুই পক্ষের আলোচনা শেষ পর্যায়ে।

বছরে ২০ কোটি ইউরো যা ভারতীয় মুদ্রায় বেতনে বছরে ১৭০০ কোটি টাকা আড়াই বছরের চুক্তির সমঝোতাও হয়ে গেছে। চুক্তি স্বাক্ষর হয়ে গেলে ৩৭ বছর বয়সী রোনালদোই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। এই চুক্তি সরকারি ঘোষণা হলে মেসি এবং নেইমারকে অনেক পিছনে ফেলে দেবেন তিনি।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে কোনো ইউরোপীয় ক্লাব নিতে রাজি হয়নি। ওই সময় সৌদি আরবের ক্লাব আল–হিলাল তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল। পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোও নিশ্চিত করেন, ৩৫ কোটি ইউরোয় সৌদির একটি ক্লাব তাঁকে প্রস্তাব দিয়েছিল।

তখন উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে ইউরোপের ক্লাব খুঁজছিলেন তিনি। সৌদির ফুটবল লিগে আল–নাসর সবচেয়ে সফল ক্লাব, জিতেছে ৯টি শিরোপা। প্রিন্স ফয়সাল বিন তুর্কির মালিকানাধীন ক্লাবটির বর্তমান কোচ রোমা ও মার্শেইয়ের প্রাক্তন কোচ রুডি গার্সিয়া। কলম্বিয়ার এক নম্বর গোলরক্ষক ওসপিনাও খেলেন এই ক্লাবের হয়ে।