বাপ কা বেটা! ২০ ম্যাচে ৫০ গোল, রোনাল্ডোর ছেলেকে নিয়ে এখন উত্তাল ফুটবল দুনিয়া

#মাদ্রিদ: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ বেশ কয়েকমাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার অভিজ্ঞতা রোনাল্ডোর একেবারেই সুখকর হয়নি। কাতার বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রোনাল্ডোকে ছেঁটে ফেলে। বিশ্বকাপের আগে তার খারাপ ফর্মের প্রেক্ষিতে কাতার বিশ্বকাপ তার জাত চেনানোর সেরা মঞ্চ ছিল।

কিন্তু বিশ্বকাপে তিনি একেবারেই আশানুরূপ পারফরম্যান্স দিতে পারেননি। নক আউটে প্রথম একাদশেই তাকে রাখেননি কোচ স্যান্টস। ম্যান ইউ ছেঁটে ফেলার পর বর্তমানে সিআর সেভেন ক্লাববিহীন। জানা যাচ্ছে, সৌদি আরবের আল নাসের ক্লাবে তিনি সই করতে চলেছেন। যদিও তার ছেলের ভবিষ্যৎ স্পেনের রাজধানী মাদ্রিদে।

আরও পড়ুন – `গার্লফ্রেন্ডকে ছাড়তে হবে’, আর্জেন্টিনার স্ট্রাইকারের বান্ধবীর বিরুদ্ধে পিটিশন দায়ের ভক্তদের!

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়ার রিয়েল মাদ্রিদ একাডেমিতে ফিরেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতন তার ছেলেও ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন। তার বাবার যোগ্য উত্তরসূরি মনে করছেন অনেকেই। বাবার মতোই তার তারকা ফুটবলার হয়ে ওঠার সব গুন আছে বলে মনে করছেন রোনাল্ডোর ছেলেকে খেলতে দেখা ফুটবল পন্ডিতরা।

অনুর্দ্ধ ১৪ স্তরে রোনাল্ডোর ছেলে ২০ টি ম্যাচ খেলেছেন। এই ২০ টি ম্যাচে জুনিয়ার রোনাল্ডো ৫০ টিরও বেশি গোল করেছেন। একদা রিয়েল মাদ্রিদে খেলে যাওয়া ক্লাবে রোনাল্ডোর ছেলেকে পেয়ে উচ্ছসিত রিয়েল মাদ্রিদ ক্লাব কতৃপক্ষ। অনেকেই মনে করছেন এই ঘটনা রোনাল্ডোর পুরোনো ক্লাব রিয়েল মাদ্রিদে ফেরার ইঙ্গিত।

কিন্তু অদূর ভবিষ্যতে তা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না রোনাল্ডো সমর্থকরা। সৌদি ক্লাব আল নাসেরে বিরাট অঙ্কের অর্থের চুক্তির বিনোময়ে রোনাল্ডো সই করতে চলেছেন বলেই খবর।