চোখের জলে বিদায় নিয়েছিলেন কাতার বিশ্বকাপে! আজ আবার পর্তুগাল জার্সিতে রোনাল্ডো

লিসবন: কেউ বলেন বুড়ো, কেউ বলেন জোর করে খেলা চালিয়ে যাচ্ছে। কেউ বলেন কিছুতেই অবসর নেয় না কেন? কিন্তু নিন্দুকদের আর কবে পাত্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? তিনি নিজের জগতের রাজা। মেজাজটাই আসল রাজা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন জীবনের খারাপ সময় কাটিয়েছেন শেষ কয়েকটা মাস। বুঝতে পেরেছেন আসল বন্ধু কারা।

কারা মুখোশ পরে থাকে! আসলে কাতার বিশ্বকাপ রোনাল্ডোর খুব একটা ভাল অভিজ্ঞতা হয়নি। তাকে বসিয়ে রেখে অপমান করতেন কোচ। মূল্য দেওয়া হয়নি পর্তুগালের ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলারকে। সেই কোচ ফার্নান্দ স্যানতোস বিদায় নিয়েছেন। নতুন কোচ হয়ে এসেছেন বেলজিয়ামকে সাফল্য দেওয়া রবার্ত মার্টিনেজ।

আরও পড়ুন – মোহনবাগানের মতো টিম করতে হবে! ইনভেস্টর অফিসের সামনে আন্দোলনে ইস্টবেঙ্গল সমর্থকরা

নতুন ম্যানেজার এসেই জানিয়ে দিয়েছেন তার পূর্ণ ভরসা আছে রোনাল্ডোর ওপর। তিনি বিশ্বাস করেন পর্তুগালকে এখনও অনেক কিছু দেওয়ার বাকি রোনাল্ডোর। তাই তাকে রেখেই লিচেনস্টেইনের বিরুদ্ধে দল ঘোষণা করেছেন। ৩৮ পেরিয়ে গেলেও ক্রিশ্চিয়ানো যে এখনও পর্তুগাল দরকার নিউক্লিয়াস সেটা সকলেই জানেন।

রোনাল্ডো জানিয়েছেন অনেকেই তাকে প্রশ্ন করেন সৌদি আরবে তার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না? প্রশ্নটা অবশ্যই স্বাভাবিক। যে ব্যক্তি পৃথিবীর সেরা লিগে খেলেছেন, তার কাছে সৌদির লিগে মানিয়ে নেওয়া কঠিন। রোনালদো অবশ্য বলছেন অনেক সময় যারা পাহাড়ের উপরে থাকেন তারা বুঝতে পারেন না নীচে কী চলছে। মনে করিয়ে দিয়েছেন কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনাকে হারিয়েছিল সৌদি।

তাই এশিয়ার এই দেশে প্রতিদিন উন্নত হচ্ছে ফুটবল। তিনি শুধু নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। অনেকেই বলছেন কবে অবসর ঘোষণা করবেন। লিওনেল মেসিকে যখন বিশ্বকাপ জয়ের পর আবার ঈশ্বরের আসনে বসানো হয়েছে, তখন রোনাল্ডোকে তার অবসরের কথা জিজ্ঞাসা করে অযথা অপমান করা হচ্ছে।

এসব নিয়ে ভেবে উত্তেজিত হন না আর। তবে হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন মেসি পরের বিশ্বকাপ খেললে তিনিও খেলবেন। তার আগে অবসর ঘোষণা করবেন না কিছুতেই। মার্টিনেজ নিজেও জানেন পর্তুগাল জার্সিতে রোনাল্ডোর অবদানের কথা।