Curry Leaves Benefits:বিনা খরচেই কমবে সুগার! রোজ খান ১০ টা করে, অযত্নে বেড়ে ওঠা ‘এই’ পাতা চিবিয়ে খেলে ওজনও কমবে হুড়মুড়িয়ে

বাড়ির পাশে এমন কিছু গাছ ও আগাছা রয়েছে যা যত্ন ছাড়াই অযত্নে বেড়ে ওঠে৷ এই গাছেদের মধ্যে অন্যতম হল কারি পাতা৷ এই পাতার এমন অনেক গুণ রয়েছে, যা জানলে সারাজীবন সুস্থ থাকবেন৷
বাড়ির পাশে এমন কিছু গাছ ও আগাছা রয়েছে যা যত্ন ছাড়াই অযত্নে বেড়ে ওঠে৷ এই গাছেদের মধ্যে অন্যতম হল কারি পাতা৷ এই পাতার এমন অনেক গুণ রয়েছে, যা জানলে সারাজীবন সুস্থ থাকবেন৷
কারিপাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এর মধ্যে লুকিয়ে রয়েছে ঔষধি গুণের ভান্ডার। কারিপাতা খাওয়া শরীরের জন্যই উপকারী৷ প্রতিদিন ১০-১৫টি কারিপাতা চিবিয়ে খেলে মিলবে বিরাট উপকার ৷
কারিপাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এর মধ্যে লুকিয়ে রয়েছে ঔষধি গুণের ভান্ডার। কারিপাতা খাওয়া শরীরের জন্যই উপকারী৷ প্রতিদিন ১০-১৫টি কারিপাতা চিবিয়ে খেলে মিলবে বিরাট উপকার ৷
দক্ষিণ ভারতের বেশিরভাগ রান্নাতেই কারিপাতার চল রয়েছে৷ তবে বর্তমানে উত্তর ভারতেও এর চল রয়েছে৷ তবে রান্নার স্বাদ বাড়াতেই শুধু নয়, কারি পাতার ভেষজ গুণও রয়েছে প্রচুর৷
দক্ষিণ ভারতের বেশিরভাগ রান্নাতেই কারিপাতার চল রয়েছে৷ তবে বর্তমানে উত্তর ভারতেও এর চল রয়েছে৷ তবে রান্নার স্বাদ বাড়াতেই শুধু নয়, কারি পাতার ভেষজ গুণও রয়েছে প্রচুর৷
গর্ভবতী মহিলাদের জন্যও কারিপাতা দারুণ উপকারী৷ এই পাতা ক্যালসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টের ভান্ডার৷ এই পাতা খেলে দীর্ঘদিন সুস্থ থাকবেন৷
গর্ভবতী মহিলাদের জন্যও কারিপাতা দারুণ উপকারী৷ এই পাতা ক্যালসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টের ভান্ডার৷ এই পাতা খেলে দীর্ঘদিন সুস্থ থাকবেন৷
ডায়াবেটিস রোগীদের জন্য কারিপাতা খাওয়া খুবই উপকারী। শরীরের ইনসুলিন কার্যকলাপকে প্রভাবিত করে কারিপাতা৷ কারিপাতার নির্যাস উচ্চ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
ডায়াবেটিস রোগীদের জন্য কারিপাতা খাওয়া খুবই উপকারী। শরীরের ইনসুলিন কার্যকলাপকে প্রভাবিত করে কারিপাতা৷ কারিপাতার নির্যাস উচ্চ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
রান্নাতে শুধু নয়,বরং এই কারিপাতা চিবিয়ে খেলে মিলবে আরও বেশি উপকার৷ দিনে ১০ টি পাতা লেবু ও মধুর সঙ্গে চিবিয়ে খেলে একাধিক সমস্যা কমবে৷ এভাবে কারিপাতা খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে৷
রান্নাতে শুধু নয়,বরং এই কারিপাতা চিবিয়ে খেলে মিলবে আরও বেশি উপকার৷ দিনে ১০ টি পাতা লেবু ও মধুর সঙ্গে চিবিয়ে খেলে একাধিক সমস্যা কমবে৷ এভাবে কারিপাতা খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে৷
যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্যও কারিপাতা দারুণ উপকারী৷ কারিপাতা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে৷ কারিপাতা ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, যা আমাদের শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। কারিপাতা শরীরে চর্বি জমতে বাধা দেয়।
যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্যও কারিপাতা দারুণ উপকারী৷ কারিপাতা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে৷ কারিপাতা ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, যা আমাদের শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। কারিপাতা শরীরে চর্বি জমতে বাধা দেয়।
কারিপাতা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে৷ এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে৷ কারিপাতা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারিপাতা খেলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে। এই পাতা উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে সাহায্য করে।
কারিপাতা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে৷ এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে৷ কারিপাতা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারিপাতা খেলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে। এই পাতা উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে সাহায্য করে।