কলকাতা: বুধবারই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা সেই কারণেই আগাম সতর্ক বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ার আগেই বিমানগুলিকে নির্দিষ্ট জায়গায় কী ভাবে নিয়ে যাওয়া হবে কী ভাবে রাখা হবে। এই সমস্ত কিছু নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে দেখা গিয়েছিল বিমানের চাকা বেঁধে রাখা হয়েছিল তারপরেও ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি বিমান। তাই এবারে আগাম সতর্ক বিমানবন্দর কর্তৃপক্ষ। ট্রলি থেকে শুরু করে সমস্ত কিছু বেঁধে রেখে নির্দিষ্ট জায়গায় রাখার পরিকল্পনা।
বিমানবন্দরে টার্মিনালের ঢোকা এবং বেরোনোর গেটে বালির বস্তা দিয়ে মোকাবিলা করার চিন্তাভাবনা করা হচ্ছে। আজ, মঙ্গলবার যাবতীয় আপৎকালীন ব্যবস্থাপনা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিপর্যয় মোকাবিল আধিকারিক থেকে শুরু করে একজন আবহাওয়াবিদ থাকবেন এই বৈঠকে।