দেশ Cyclone Alert IMD: আসছে অশনি..! ঠান্ডার কাঁপুনির আগেই কাঁপাবে ভারী বৃষ্টি, ৪ রাজ্যে সতর্কতা, স্কুল-কলেজ বন্ধ, কী পূর্বাভাস বাংলায়? জানিয়ে দিল IMD Gallery October 15, 2024 Bangla Digital Desk ফের দেশ জুড়ে আবহাওয়ায় মহা বদল। বর্ষা পাততাড়ি গোটাতে না গোটাতেই সোমবার, বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আগামী দু’দিনের মধ্যে এই নিম্নচাপটি উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে। এরইমধ্যে ঘূর্ণিঝড়ের অশনি সংকেত দিয়েছে আবহাওয়ার সর্বশেষ আপডেট। ইতিমধ্যেই দেশের এই রাজ্যগুলিতে নিম্নচাপের প্রভাব দৃশ্যমান। ভারী বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী তিন দিনের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি একইসঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য অন্ধ্র প্রদেশ, কেরল এবং রায়ালসিমার উপকূলীয় রাজ্যগুলির জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। ১৬ অক্টোবর, চেন্নাই-ভিত্তিক আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র উপকূলের আশেপাশের জেলাগুলির পাশাপাশি পুরো অঞ্চলের জন্য একটি লাল সতর্কতা জারি করেছে। ১৬ অক্টোবর তামিলনাড়ুর করাইকাল, রায়ালসিমা এবং পুদুচেরির বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্র-কর্নাটকেও বৃষ্টির সতর্কতা:আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ১৫ এবং ১৬ অক্টোবরের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে বৃষ্টির উপর নির্ভরশীল এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে। আবার ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে রায়ালসিমা অঞ্চলে বৃষ্টি হবে। ১৭ এবং ১৮ অক্টোবর উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এদিকে, ১৫ থেকে ১৬ অক্টোবরের মধ্যে উপকূলীয় কর্ণাটক এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আইএমডি আগামী কয়েক দিনের মধ্যে গোয়া, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, মারাঠওয়াড়া, কোঙ্কন এবং ছত্তিশগড়-সহ মধ্য ও পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতর ১৭ অক্টোবর গোয়া এবং কোঙ্কনে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ১৫ অক্টোবর রাজস্থানের বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশা করা যেতে পারে। অন্যদিকে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলে কোনও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের আশা করা যাচ্ছে না আপাতত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হবে:তামিলনাড়ু, কেরল, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উপকূলীয় অন্ধ্র প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তেলঙ্গানা, কোঙ্কন এবং গোয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে এক বা দুটি ভারী স্পেল চলতে পারে বৃষ্টির। বিদর্ভ, মারাঠওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ গুজরাত এবং দক্ষিণ মধ্যপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারত, সিকিম, ওড়িশা, ছত্তিশগড়, দক্ষিণ-পূর্ব রাজস্থান, লক্ষদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাংলায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা-সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে।