দেশ Cyclone Alert IMD: আসছে ঘূর্ণিঝড়…! আরব সাগরে ‘অশনি সঙ্কেত’! ঝড়-বৃষ্টিতে মাটি হবে দুর্গাপুজো? বৃষ্টি নিয়ে ‘নতুন’ আপডেট দিল IMD Gallery October 8, 2024 Bangla Digital Desk দেশের বেশ কিছু জায়গায় হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। তবে রাজধানী দিল্লি থেকে বাংলা, বিহার-ওড়িশা-সহ একাধিক জায়গায় গরমের মাত্রা এখনও তুঙ্গে। মৌসুমী বায়ু মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে একটু একটু করে সরে যাচ্ছে। এরইমধ্যে ফের নতুন করে আবহাওয়ার ভোল বদলের আপডেট দিল মৌসম ভবন আইএমডি। পূর্বাভাস বলছে, পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো পূর্ব ও দক্ষিণ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সপ্তাহে উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্য ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলায় গত কয়েকদিন চলেছে দফায় দফায় বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ ছাড় পায়নি রাজ্যের কোনও অংশই। বৃষ্টির কারণে কেনাকাটায় ব্যাঘাত ঘটেছে নিঃসন্দেহে। আলিপুর আবহাওয়া দফতর এরইমধ্যে জানিয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতিকে প্রভাবিত করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরইমধ্যে এবার বড় আপডেট দিল আইএমডি। শীতের কামড়ের আগেই ঝড়ের পূর্বাভাস! রিপোর্ট বলছে, বর্তমানে আরব সাগরে বর্ষা-পরবর্তী ঝড়ের সম্ভাবনার প্রাথমিক আভাস পাওয়া যাচ্ছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকায় ঘূর্ণিঝড় সঞ্চালনের একটি এলাকা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই সিস্টেম আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বসূরী, যা ২০২৪ সালের বর্ষা মরশুমের পরের প্রথম ঝড় হতে চলেছে। এই সঞ্চালন সংগঠিত হওয়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে এবং ১০ থেকে ১১ অক্টোবরের দিকে একই অঞ্চলে একটি নিম্নচাপ এলাকা হিসাবে বিশিষ্টভাবে আবির্ভূত হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। এই আবহাওয়া সিস্টেমটি ১২ অক্টোবর পর্যন্ত অর্থাৎ প্রায় ৪ দিন ধরে সমুদ্রের এই অংশের উপর ঘুরতে থাকবে। এর পর সঞ্চালন আরও তীব্র হয়ে গভীর সমুদ্রের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়ের সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠে নতুন এই ঘূর্ণিঝড়ের অবস্থান অনুকূল হয়ে উঠছে। সাধারণভাবে আরব সাগর থেকে শুরু হতে পারে এই সিস্টেম যার প্রভাব ক্রমশ এগোবে বঙ্গোপসাগরের দিকে। এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের। গত বছর অক্টোবরে দেশের সমুদ্র উপকূলে আসছে পড়েছিল দুটি ঘূর্ণিঝড়। যার মধ্যে একটি ছিল অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়। যেটি ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আরব সাগরে ভয়ঙ্কর দুর্যোগ চালিয়েছিল। দ্বিতীয় ঘূর্ণিঝড়টি হয়েছিল বঙ্গোপসাগরে। ২১ থেকে ২৫ অক্টোবর ২০২৩ এর মধ্যে সংঘটিত হয়েছিল ঘূর্ণিঝড়টি। এদিকে আগামী ২৪ ঘন্টায় IMD কেরলের অনেক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। সোমবার তিরুবনন্তপুরম, ইদুক্কি, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়ানাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ৮-৯ অক্টোবর তিরুবনন্তপুরম, কোল্লাম, কোট্টায়াম, এরনাকুলাম এবং ওয়ানাদে বৃষ্টির সতর্কতা অব্যাহত থাকবে। বৃষ্টি ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে, কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।