চোখ আকাশে...সটান পুরসভার ছাদে ফিরহাদ! মাঝরাত থেকেই ‘দানার’ কবলে শহর, সতর্ক মেয়র

Kolkata Cyclone Dana Effect: চোখ আকাশে…রাত ১১ টায় সটান পুরসভার ছাদে ফিরহাদ! কলকাতায় দানার হানা রুখতে ‘মুশকিল আসান’ মেয়র!

কলকাতা: পুরসভার মেয়র সটান চলে গেলেন পুরসভার ছাদে। রাত এগারোটাতেই পুরসভার ছাদে আকাশের অবস্থা পর্যবেক্ষণ করতে গেলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন পারিষদ তারক সিং, সন্দীপন সাহা, পুর কমিশনার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আকাশের কী অবস্থা সমস্তটাই তিনি নজর করেন। পুরসভা সমস্ত মানুষের পাশে থাকছে যে কোনও রকম সমস্যায় পুরসভার সাহায্য পাবে। জল জমলেও আগামীকাল সকাল সাড়ে নটার মধ্যেই জল নামানোর ব্যবস্থা হয়ে যাবে। দমকল থেকে বিদ্যুৎ দফতর সবার সঙ্গে যোগাযোগ রয়েছে মানুষের কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন: তীব্র গতিতে এগোচ্ছে দানা! পারাদ্বীপ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে, ঠিক কখন হবে ল‍্যান্ডফল? ‘ঝড়ের গতির’ কী আপডেট দিল হাওয়া অফিস?

প্রসঙ্গত, ‘দানা’ মোকাবিলায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই ‘দানা’ মোকাবিলায় সমস্ত পুর কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভার বিশেষ কন্ট্রোলরুমে তিন শিফটে দিনরাত এক করে কাজ করছেন কর্মীরা।

আরও পড়ুন: ল‍্যাপটপ, কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের উপর দাগ থাকে কেন বলুন তো? কারণটা জানলে মাথা ঘুরে যাবে

প্রসঙ্গত, আজ কলকাতা পুরসভার এই কন্ট্রোল রুমে রাত্রিবাস করবেন মেয়র। রাত্রিবাসের মাধ্যমে গোটা কলকাতা শহরের ওপর নজর রাখবেন মহানাগরিক ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই ‘দানা’ মোকাবিলায় সমস্ত পুর কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভার বিশেষ কন্ট্রোলরুমে তিন শিফটে দিনরাত এক করে কাজ করছেন কর্মীরা।