কলকাতা Cyclone Dana Effect Start: আকাশ ঢাকল কালো মেঘে, তুমুল বৃষ্টি সাইক্লোন দেখাবে বড় খেলা Gallery October 23, 2024 Bangla Digital Desk গভীর নিম্নচাপ সকালবেলাতেই আশঙ্কার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ আর খেলা শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড়৷ কলকাতাতে শুরু তুমুল বৃষ্টি৷ এরপর পরিস্থিতি আরও খারাপ হবে৷ Photo- Representative বৃষ্টি শুরু হল মেছেদা ও পাঁশকুড়া এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হল বৃষ্টি , সঙ্গে ঝোড়ো হওয়া , কালো মেঘে ঢেকেছে এলাকা । সন্দেশখালি জুড়ে NDRF মাইকিং শুরু করল সকাল থেকে । সন্দেশখালি ও ধামাখালিতে । সঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে সন্দেশখালিতে । দানা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে রায়দিঘিতে শুরু হল বৃষ্টি। ওড়িশাতে ল্যান্ডফল। ভিতরকণিকা ও ধর্মার মাঝে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা দানার। তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে গতিবেগ থাকবে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায়। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বাঁক নিয়েছে দানা। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক ছেড়ে এখন শুধুই উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামীকাল সকালের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৬০০ কিলোমিটার দূরে। এবং বাংলাদেশের খেপি পাড়া থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। Input- Anupam Saha, Anis Uddin Molla, Biswajit Saha