কলকাতা: সকাল থেকে নাগাড়ে বৃষ্টিতে কার্যত ‘জলবন্দি’ হয়ে পড়েছে গোটা শহর। কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। এই প্রসঙ্গে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে তিনি বলেন, “ডানার প্রকোপে সকাল থেকে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিক ভাবে বৃষ্টি হলে তা ২০ মিলিমিটার হয়ে থাকে। কিন্তু অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হলে জল নামতে একটু সময় লাগবে। এসএসকেএম হাসপতালেও কিছুটা জল জমেছে বলে খবর। পাম্প চালিয়ে আমরা তা বের করে দিয়েছি।”
আরও পড়ুন: শনিবার কলকাতায় আসছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি চূড়ান্ত
এদিন শহরে জল জমা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, যা জল জমে আছে বার করে দেওয়া হচ্ছে। নতুন করে বৃষ্টি না হলে ৩-৪ ঘণ্টায় জল বেরিয়ে যাবে। নিচু এলাকাগুলিতে জল জমেছে। সেটা দু-তিন ঘণ্টার মধ্যে বেরিয়ে যাবে। ৪৮৩ টি বড় পাম্প চলছে। মোট ৮৭ টি পাম্পিং স্টেশন রয়েছে। তবে একটাও গাছ পড়েনি, একটাও বিদ্যুৎ খুঁটি পড়েনি। আমাদের কর্মীরা সারারাত জেগে জল বার করার চেষ্টা করছে। কলকাতাবাসীর পাশে কলকাতা পুরসভা রয়েছে সবসময়।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নতুন করে তোলপাড়! দুই চিকিৎসকের বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত
তিনি আরও বলেন, ঠনঠনিয়া অঞ্চলে আমাদের একটা পাম্পিং স্টেশন করেছি। ঋষিকেশ পার্কে করা হচ্ছে। যেটা নেতাজি পাম্পিং স্টেশন নাম দেওয়া হয়েছে। বর্ষার আগে কম্পোসড অডিট করি। তার ফলে একটাও বিদ্যুৎপৃষ্ট হয়ে কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে বালিগঞ্জ পাম্পিং স্টেশনে পাম্প চালানো সম্ভব হয়নি। তাই জল জমেছে। তবে শহরের জলছবি দ্রুত সমাধান হবে বলেই জানান মেয়র।