ঘূর্ণিঝড় 'দানা'-র জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Cyclone Dana: এগিয়ে আসছে দানা, শিয়ালদহে বন্ধ হল দক্ষিণ শাখার ট্রেন পরিসেবা

কলকাতা: দানার হানার মোকাবিলায় সতর্ক রেল থেকে বিমান। আগেই ট্রেনের চাকায় শিকল পড়েছিল। আর পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় ১৪ ঘণ্টার জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ , বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১০টা অবধি বন্ধ থাকছে লোকাল ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে ১৯০ টি লোকাল ট্রেন। শিয়ালদার পাশাপাশি শুক্রবার ভোর ৪টে থেকে সকাল ১০ টা পুর্যন্ত হাওড়ার পূর্ব শাখায় ৬৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

লোকাল ট্রেনের পাশপাশি দুর্যোগ থেকে বাঁচতে একগুচ্ছ দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী, হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই সেন্ট্রাল মেল, কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস এবং, শুক্রবার হাওড়া থেকে দিঘাগামী ২টি ট্রেন ও দিঘা থেকে হাওড়া আসার একটি ট্রেনও বাতিল করা হয়।