Cyclone Dana: ঘূর্ণিঝড়ের প্রভাবে রাতভর বৃষ্টি, জল জমেছে ঠনঠনিয়ায়, মহাত্মা গান্ধি রোড-ও জলমগ্ন

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাতভর বৃষ্টি, জল জমেছে ঠনঠনিয়ায়, মহাত্মা গান্ধি রোড-ও জলমগ্ন। পার্কসার্কাসেও একাধিক রাস্তায় জল।  ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল শুরু হয়েছিল বৃহস্পতিবার রাত ১১:৩০টা নাগাদ। হাভালিখাটি নেচার ক্যাম্পের কাছে হয়েছে ল্যাণ্ডফল। আজ, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ সম্পন্ন হয় এই ল্যাণ্ডফল প্রক্রিয়া।কখন দুর্বল হবে ঘূর্ণিঝড়টি? এবার বড় আপডেট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে আগামী কয়েক ঘণ্টা প্রবল শক্তিতে দাপট চালালেও শুক্রবার বিকেল চারটের পর ধীরে ধীরে দুর্বল হবে অতি শক্তিশালি ঘূর্ণিঝড় ‘দানা’।