Cyclone Remal: ২১ ঘণ্টা অপারেশন বন্ধ! ঘূর্ণিঝড়ের আগে বড় সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দরের, চূড়ান্ত যাত্রী হয়রানির আশঙ্কা

কলকাতা: রবিবার মাঝরাতে ভূভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল। সকাল সকাল ঘুম ভেঙেই মিলেছে আভাস। আকাশ কালো মেঘে ঢাকা। ঝোরো হাওয়া। কোথাও ভারী কোথাও বা হাল্কা ঝিরিঝিরি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ‘রিমল’-এর। ভারতের মৌসম ভবন জানিয়ে দিল বাংলাদেশের মংলার কাছাকাছি আজ, রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মংলা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এর ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০, সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷

ঘূর্ণিঝড় রিমলের কারণে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে আগে থেকেই সতর্ক প্রশাসন।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে আগামী ২১ ঘণ্টা অপারেশন বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে। ফলে রবিবার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এজন্য প্রায় পঞ্চাশ হাজার বিমান যাত্রী দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন।

আরও পড়ুন: শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ‘Remal’-এর ! রবিবার মধ্যরাতে কোথায় হবে ল্যান্ডফল? জানিয়ে দিল আবহাওয়া দফতর

জানা গিয়েছে, আগাম সর্তকতা হিসেবে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত বিমানের অপারেশন স্থগিত করা হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে এই মুহূর্তে গড়ে তিনশোর বেশি বিমান ওঠানামা করে প্রতিদিন। এই ঘটনার জেরে শতাধিক বিমান বাতিল হয়েছে বলে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন।

আরও পড়ুন: দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ! উদ্ধার ১১ সদ্যোজাত

এর পাশাপাশি ঝড়ের সময় যাতে কোনও রকম ক্ষয়ক্ষতি না হয় সেজন্য বিশেষ সতর্কতা নিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কীভাবে ঝড়ের মোকাবিলা করতে হবে, তা নিয়ে ইতিমধ্যেই কয়েক দফায় বিভিন্ন স্টেক ফোল্ডারদের সঙ্গে বৈঠক করেছিলেন বিমানবন্দরের কর্তারা।