: সাইক্লোন নিয়ে প্রতি মুহূর্তেই আপডেট আসছে৷ এই মুহূর্তে সকাল থেকেই ঘণ্টায় প্রায় ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইছে৷ আকাশেও মেঘ দেখা গেছে৷ সকালেই দফায় দফায় ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গেছে৷

Cyclone Remal: বদলে গেল ল্যান্ডফলের জায়গা, প্রবল বিক্রমে সমুদ্রের উপর শক্তি বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বে সাইক্লোন, দিঘা থেকে মাত্র এতটুকু দূরে

: সাইক্লোন নিয়ে প্রতি মুহূর্তেই আপডেট আসছে৷ এই মুহূর্তে সকাল থেকেই ঘণ্টায় প্রায় ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইছে৷ আকাশেও মেঘ দেখা গেছে৷ সকালেই দফায় দফায় ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গেছে৷
: সাইক্লোন নিয়ে প্রতি মুহূর্তেই আপডেট আসছে৷ এই মুহূর্তে সকাল থেকেই ঘণ্টায় প্রায় ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইছে৷ আকাশেও মেঘ দেখা গেছে৷ সকালেই দফায় দফায় ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গেছে৷
সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গেছে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷
সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গেছে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷
সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷
সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷
এদিকে শুক্রবার পর্যন্ত Cyclone Remal-র ল্যান্ডফল  কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল৷
এদিকে শুক্রবার পর্যন্ত Cyclone Remal-র ল্যান্ডফল  কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল৷
কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm৷
কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm৷
এদিকে এই ল্যান্ডফল এবং সাইক্লোনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷
এদিকে এই ল্যান্ডফল এবং সাইক্লোনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷
কলকাতাতে গড়ে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷ সঙ্গে হবে প্রবল ঝড় ও বৃষ্টি৷
কলকাতাতে গড়ে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷ সঙ্গে হবে প্রবল ঝড় ও বৃষ্টি৷