Cyclone Remal Landfall Update: ২৬ মে তছনথ করেছিল যশ, আর-ও এক ২৬ মে… কতটা বিধ্বংসী রিমল? দেখুন

ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। কোথায় ল্যান্ডফল হবে এবং কত থাকবে জড়ের গতিবেগ সবটাই জানিয়েছে হাওয়া অফিস।হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ২৬ শে মে মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল। দক্ষিণ ২৪ পরগনার উপকূলে সুন্দরবনে প্রধান আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রিমলের। সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার সেই সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা। জলোচ্ছ্বাসের জেরে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।