রিমল মোকাবিলায় পূর্ব বর্ধমান জেলায় খোলা হল বিশেষ কন্ট্রোল রুম। সেখানে সর্বক্ষণ আধিকারিকরা মজুত থাকছেন। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। কালনা কাটোয়ায় ভাগীরথীর ঘাটগুলিতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ভাগীরথী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।

Cyclone Remal: আয়লা বা আমফানের মতো বিধ্বংসী হবে ‘রিমল?, জানুন হাওয়া অফিসের সর্বশেষ আপডেট

আয়লা, আমফান, ইয়াসের পরে আসতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় রিমল-এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেল পাঁচটার পর থেকেই রি-মল এর প্রভাব সরাসরি পড়বে রাজ্যে।