Cyclone Remal | Death News: মাঝরাতে ভয়ঙ্কর তাণ্ডব রিমলের… হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি… মর্মান্তিক পরিণতি, সব শেষ!

কলকাতা: বিধ্বংসী ঝড়ে বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল একজনের। রবিবার সন্ধের পর থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ার খবর আসে। তখনই এবার বিবির বাগান এলাকায় একটি বাড়ির ভেঙে একজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহম্মদ সাজিদ (৪৮) তাঁর ছেলেকে ডাকতে যাচ্ছিলেন। সেই সময়েই বৃষ্টি শুরু হওয়ায় একটি বিপজ্জনক বাড়ির নীচে দাঁড়িয়ে পড়েন তিনি। তখনই বাড়ির একাংশ ভেঙে পড়ে তাঁর উপর। দ্রুত উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘূর্ণিঝড় ‘Remal’ ক্রমশ শক্তি হারাচ্ছে। সোমবার সকালে এর গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঘূর্ণিঝড় হিসেবেই রয়েছে। সকাল সাড়ে ১১টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ প্রতি ঘণ্টায় গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার। আজ, সোমবার বিকেলের মধ্যেই এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে ৷ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা তখন গতিবেগ থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

সোমবার বিকেল থেকে কলকাতা-সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। আগামিকাল, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে।