Cyclone Remal Update: ভোটের দিনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ষষ্ঠ দফার ভোটেই দুর্যোগ

কেন্দ্রীয় মৌসম ভবনের দেওয়া বিশেষ বার্তায় বলা হয়েছে, কতটা হতে পারে এই ঝড়ের গতি৷ উল্লেখ্য, এই দিনেই ইয়াস ঝড়টি আছড়ে পড়েছিল, সেই দিনটিতেই আসতে পারে এই ঝড়টি৷ আপাতত স্পষ্ট করে না বোঝা গেলেও বঙ্গের উপকূলেই ঝড়টি আছড়ে পড়তে পারে৷ কেন্দ্রীয় মৌসম ভবনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঝড়ের প্রভাব দেখতে পাওয়া যাবে ২৪ মে থেকে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ সকাল থেকে উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের গতির প্রভাব পড়তে পারে ৬০-৭০ কিলোমিটার বেগে৷