আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কঙ্কন, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশে। তেলেঙ্গানা, ছত্রিশগড়, রাজস্থান ওড়িশা, উত্তর প্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

Cyclone Remal Update: শক্তি বাড়িয়ে বাংলাদেশে ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের, কলকাতায় কী প্রভাব? সতর্ক করে যা জানাল আলিপুর

ঘূর্ণিঝড় রিমল-এর দূরত্ব আরও কমল! ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট দিয়ে দিল ভারতীয় মৌসম ভবন আইএমডি। এই মুহূর্তে সাগর দ্বীপ থেকে ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। ক্যানিং থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বাংলাদেশের মংলা বন্দর থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় রেমল। প্রতি ঘণ্টায় আরও ৩ কিলোমিটার গতি বাড়াল রেমাল। ১৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে স্থলভাগের দিকে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রের মধ্যেই এর সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে। এই গতিবেগেই স্থলভাগে আছড়ে পড়বে রেমল। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় রিমলের এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে।