Cyclone Remal Update: ঘূর্ণিঝড়ের অশনি, ১৪০ কিলোমিটার বেগে স্থলভাগে ঘূর্ণিঝড়, রবি ও সোম কলকাতায় অতিভারী বৃষ্টি

ঘূর্ণিঝড়ের অশনি, ১৪০ কিলোমিটার বেগে স্থলভাগে ঘূর্ণিঝড়, রবি ও সোম কলকাতায় অতিভারী বৃষ্টি। রিমল ঘূর্ণিঝড়ে রাজ্যের সমস্ত পুরসভা কর্মীদের ছুটি বাতিল। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছুটি বাতিল কর্মীদের। রাজ্যের সমস্ত পুরসভার জন্য ঘূর্ণিঝড়ের বিজ্ঞপ্তিতে জারি করল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘Remal’-এর প্রভাবে আগামিকাল, শনিবার থেকে হাওয়া বদল। রবিবার থেকে সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। উপকূলের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও অতিভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷উপকূলে শনিবার থেকে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের।সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আজ, শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার তা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।