বাংলায় বর্ষা প্রথম প্রবেশ করবে জলপাইগুড়িতে ৭ জুন, শিলিগুড়িতে ৮ জুন, এবং কলকাতায় ১১ জুন।

Cyclone Remal latest update: রিমলের জেরে সোমবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া, দুর্ভোগের আশঙ্কা কতটা?

ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে৷ রিমলের ল্যান্ডফল প্রক্রিয়া শুরুর পরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনও কলকাতায় দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে৷
ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে৷ রিমলের ল্যান্ডফল প্রক্রিয়া শুরুর পরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনও কলকাতায় দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে৷
রবিবার রাতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷
রবিবার রাতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷
এর পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং হাওড়া জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
এর পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং হাওড়া জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা দেরি করে এলেই যে বাংলাতেও বিলম্ব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কেরলে বর্ষা প্রবেশের পরই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে। মৌসম ভবন আরও জানিয়েছে, চলতি বছরে বর্ষা স্বাভাবিক হবে।
হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা দেরি করে এলেই যে বাংলাতেও বিলম্ব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কেরলে বর্ষা প্রবেশের পরই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে। মৌসম ভবন আরও জানিয়েছে, চলতি বছরে বর্ষা স্বাভাবিক হবে।
শুধু প্রবল বৃষ্টি নয়, সোমবার কলকাতায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে৷ সোমবার দুপুরের পর দুর্যোগ ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

শুধু প্রবল বৃষ্টি নয়, সোমবার কলকাতায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে৷ সোমবার দুপুরের পর দুর্যোগ ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷
রবিবার রাত থেকেই প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়৷ যেভাবে বৃষ্টি চলছে, তাতে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কাও থাকছে৷ ফলে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তায় বেরোলে দুর্ভোগের আশঙ্কা থাকছে শহরবাসীর৷

রবিবার রাত থেকেই প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়৷ যেভাবে বৃষ্টি চলছে, তাতে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কাও থাকছে৷ ফলে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তায় বেরোলে দুর্ভোগের আশঙ্কা থাকছে শহরবাসীর৷