Cyclone Remal Update: বাড়ি থেকে বেরিয়ে জমা জলে পা, মহেশতলায় মৃত মহিলা! সাইক্লোন রিমলে প্রাণ হারালেন আরও এক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: গত রবিবার মধ্যরাতেই স্থলভাগে আছড়ে পড়েছে সিভিয়ার সাইক্লোন রিমল৷ ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টা৷ যার জেরে ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে সোমবার দিনভরই টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাজুড়ে৷ আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী এখন কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশে অবস্থান করছে সাইক্লোন রিমল৷ হারিয়েছে শক্তি, তবে বৃষ্টিপাত এখনও চলছে৷

সাইক্লোন রিমলের দাপটে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মহেশতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার৷ বাড়ির সামনে জমা জলে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মহিলা৷

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘রিমল’-এ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কলকাতায় ১ জন ও দক্ষিণ ২৪ পরগনাতে ১ জন মারা গিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

অন্যদিকে, ঝড়ে রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে মুখ্যসচিবের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- ক্রমেই শক্তি হারাচ্ছে ‘Remal’, দিনভর বৃষ্টি চলবে, আবহাওয়ার উন্নতি কবে? জেনে নিন

এদিন সোশ্যাল মিডিয়াতেও ঝড় নিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী৷ লেখেন, ‘নিহতদের পরিবারবর্গকে আমার সমবেদনা জানাই৷ তাঁদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে৷ ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বণ্টন আইন মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে এবং নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা এই সব বিষয়ে আরও গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব’৷