কেউ বা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে বলে অনুমান করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ বা ল্যান্ড ফল নির্দিষ্ট করে সহমত হতে পারেনি বিভিন্ন মডেল। আর তাতেই এই ঘূর্ণিঝড় সম্পর্কে রহস্য বাড়ছে।

Heavy Rainfall Alert: এক নয়, জোড়া নিম্নচাপ দুই সাগরে! দক্ষিণে অতি ভারী ঝড়বৃষ্টির তাণ্ডব! কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

*'একা রামে রক্ষে নেই, সুগ্রিব দোসর', বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। ২২ মে নাগাদ আরব সাগরে, ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সংগৃহীত ছবি। 
*’একা রামে রক্ষে নেই, সুগ্রিব দোসর’, বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। ২২ মে নাগাদ আরব সাগরে, ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সংগৃহীত ছবি। 
*ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা ২৪ মে'র পরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পরবর্তীতে (৩০ মে'র মধ্যে) সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। সংগৃহীত ছবি। 
*ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা ২৪ মে’র পরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পরবর্তীতে (৩০ মে’র মধ্যে) সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। সংগৃহীত ছবি। 
*নিম্নচাপের শক্তি বাড়তে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে বেশ কয়েকটি শর্তই অনুকূল। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাগরের জলতলের তাপমাত্রা সাধারণত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়। অন্তত ৫০ মিটার গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা থাকা দরকার। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে জলতলের তাপমাত্রা রয়েছে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরম জলই ঘূর্ণিঝড়ের তৈরির সবচেয়ে বড় অস্ত্র। সংগৃহীত ছবি। 
*নিম্নচাপের শক্তি বাড়তে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে বেশ কয়েকটি শর্তই অনুকূল। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাগরের জলতলের তাপমাত্রা সাধারণত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়। অন্তত ৫০ মিটার গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা থাকা দরকার। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে জলতলের তাপমাত্রা রয়েছে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরম জলই ঘূর্ণিঝড়ের তৈরির সবচেয়ে বড় অস্ত্র। সংগৃহীত ছবি। 
*আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আপাতত কোনও ‘সিস্টেম’ তৈরি হয়নি। ফলে এই মুহূর্তে একেবারেই হলফ করে বলা যাবে না যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। কোনও ‘সিস্টেম’ তৈরি হলে বঙ্গোপসাগরে, তবেই বোঝা যাবে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। সংগৃহীত ছবি। 
*আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আপাতত কোনও ‘সিস্টেম’ তৈরি হয়নি। ফলে এই মুহূর্তে একেবারেই হলফ করে বলা যাবে না যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। কোনও ‘সিস্টেম’ তৈরি হলে বঙ্গোপসাগরে, তবেই বোঝা যাবে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। সংগৃহীত ছবি। 
*নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়ানোর সম্ভাবনা। ২৪ মে-র পর গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। পরে নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে। যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও, আমফান বা ইয়াসের মতো শক্তিশালী হওয়ার আশঙ্কা নেই। সংগৃহীত ছবি। 
*নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়ানোর সম্ভাবনা। ২৪ মে-র পর গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। পরে নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে। যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও, আমফান বা ইয়াসের মতো শক্তিশালী হওয়ার আশঙ্কা নেই। সংগৃহীত ছবি। 
*মৌসমভবন জানিয়েছে, আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগোতে পারে নিম্নচাপ। শেষমেশ এই অভিমুখে এগোলে মায়ানমার বা লাগোয়া বাংলাদেশে যাওয়ার কথা শক্তিশালী নিম্নচাপের। সেক্ষেত্রে বাংলায় সেই নিম্নচাপের প্রভাব পড়বে না বলেই জানিয়েছে। সংগৃহীত ছবি। 
*মৌসমভবন জানিয়েছে, আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগোতে পারে নিম্নচাপ। শেষমেশ এই অভিমুখে এগোলে মায়ানমার বা লাগোয়া বাংলাদেশে যাওয়ার কথা শক্তিশালী নিম্নচাপের। সেক্ষেত্রে বাংলায় সেই নিম্নচাপের প্রভাব পড়বে না বলেই জানিয়েছে। সংগৃহীত ছবি। 
*এ বার যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে সেটির নাম হবে 'রেমাল' বা 'রিমাল'। এই নামটি দিয়েছে ওমান। ২০২১ সালে যে ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণও ওমান করেছিল। ইয়াস ওড়িশার বালাসোরে আছড়ে পড়েছিল। সংগৃহীত ছবি। 
*এ বার যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে সেটির নাম হবে ‘রেমাল’ বা ‘রিমাল’। এই নামটি দিয়েছে ওমান। ২০২১ সালে যে ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণও ওমান করেছিল। ইয়াস ওড়িশার বালাসোরে আছড়ে পড়েছিল। সংগৃহীত ছবি। 
*সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। আগাম বর্ষা আন্দামানে। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষার সম্ভাবনা। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। সংগৃহীত ছবি। 
*সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। আগাম বর্ষা আন্দামানে। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষার সম্ভাবনা। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। সংগৃহীত ছবি। 
*আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে, অর্থাৎ ৩১ মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। সংগৃহীত ছবি।
*আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে, অর্থাৎ ৩১ মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। সংগৃহীত ছবি।
*আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। আরও বাড়তে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়াও, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েক দিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে। তবে সোমবার থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি।
*আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। আরও বাড়তে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়াও, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েক দিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে। তবে সোমবার থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি।