দুটি গ্রহের অবস্থানের কারণে জনমনে অনেক প্রভাব ও পরিবর্তন দেখা যায়। শুক্র বৃষ ও তুলা দুটি গ্রহের অধিপতি। মিথুন ও কন্যা রাশি নামে দুটি গ্রহেরও আধিপত্য রয়েছে বুধের। আসুন জেনে নিই এই চারটি রাশির উপর প্রভাব-

Daily Horoscope: রাশিফল ৬ জুন: অতিরিক্ত রোজগারের সুযোগ আজই, কিন্তু সাবধান… কারও জন্য দুঃসংবাদ! দেখে নিন কেমন যাবে আজকের দিন

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

কর্মক্ষেত্রের জটিলতা এড়াতে ফাস্ট ফুডে মন দেবেন না, বরং হাতের কাজ সময়ে শেষ করা ভাল হবে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

অন্যদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সমস্যায় পড়তে হবে, গ্যাজেটস সহযোগিতা করবে না।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

পারিবারিক জটিলতায় সময় না দিয়ে সৃজনশীল কাজে ডুব দিন, মন তাতেই ভাল থাকবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

যে কোনও রকমের গ্যাজেটস, বিশেষ করে কম্পিউটার নিয়ে সমস্যায় পড়তে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

আর্থিক ব্যাপারে খারাপ খবর পাবেন, তবে তার পুরোটা সত্যি না-ও হতে পারে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

নতুন সম্পর্ক শুরু করার পক্ষে দিনটা একেবারেই ভাল নয়, পদক্ষেপ করবেন না!

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

প্রিয়জনের দুর্ব্যবহার গায়ে মাখলে চলবে না, মাথা ঠান্ডা রাখলে সম্পর্ক পোক্ত হবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

যত প্রিয় বন্ধুই হোক, অন্যের আবেগে জড়িয়ে পড়বেন না, নিজেকে সংযত রাখুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

নতুন সম্পর্ক বা কাজ শুরু নিয়ে চিন্তাভাবনা চলুক, তবে পদক্ষেপ করবেন না।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

দূরে কোথাও যাওয়ার ব্যাপারে এখনই কাউকে কথা দেবেন না, একটু অপেক্ষা করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

অতিরিক্ত উপার্জনের সুযোগ মিলবে, লুফে নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

প্রণয়ের ক্ষেত্রে ঝড় বইবে, তবে পদক্ষেপ করার আগে ব্যক্তিটিকে যাচিয়ে নেওয়া উচিত।