ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন

Bengali Horoscope for 14 th June: ১৪ জুন কোন রাশির কপালে কী আছে? রাশি মিলিয়ে জানুন শুভ অশুভ ফলাফল

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯

সমস্যা থেকে না পালিয়ে মুখোমুখি দাঁড়াতে হবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি কর্মে বাধা সৃষ্টি করতে পারে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০

সৃজনশীল মানুষদের জন্য শুভ। ব্যবসায় সুযোগ বৃদ্ধি। আর্থিক ব্যাপারে চিন্তা বাড়তে পারে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০

অলসতা ছেড়ে কর্ম করলে তবেই সাফল্য আসবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২

মনোযোগে বিঘ্ন, কর্মক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগার সম্ভাবনা।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় অভাবনীয় অর্থ উপার্জন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

প্রিয়জনের প্রতি ধৈর্যশীল না হলে বিবাদের সম্ভাবনা। শারীরিক সমস্যা এড়াতে সময়ে পদক্ষেপ করতে হবে।

আরও পড়ুন : চাকরি! ভ্রমণ! নতুন প্রেম! চলতি জুন মাসেই সুখের বাম্পার বর্ষা এই ৫ রাশির জীবনে

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২

আর্থিক চাপ থাকতে পারে। পাওনাদারের সঙ্গে বিবাদের সম্ভাবনা।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

সৃষ্টিশীল কাজে আগ্রহ বৃদ্ধি। পরিবারের সদস্যদের সঙ্গে মতপার্থ্যকের সম্ভাবনা।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

বড় কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার সম্ভাবনা।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯

অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয়ে বাধা। গুরুজনের সঙ্গে অশান্তিতে মনঃকষ্ট।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮

স্বাস্থ্যে নজর দিতে হবে। ব্যবসা টালমাটাল হওয়ায় বুদ্ধিনাশের সম্ভাবনা।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

বড় কাজে হাত দেওয়ার এটাই দিন। কর্মস্থানে উন্নতি, গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতি।