কোলাঘাটের ছেলে বিরাট, রোহিতের কাছের মানুষ! বিশ্বকাপ জয়ে অবদান এক বাঙালির

কোলাঘাট: ২৯ জুন, ২০২৪। দিনটা লেখা থাকবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে। এই দিনেই টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।

১৭ বছর পর টিম ইন্ডিয়া আবার টি-২০ বিশ্বকাপের খেতাব জিতল। তবে জানেন কি, ভারতের বিশ্বকাপ জয়ে অবদান রয়েছে এক বাঙালিরও। সেই বাঙালি ছেলে কোলাঘাটের।

আরও পড়ুন- ‘‘অহঙ্কার আ যাতা হ্যায়’’- নরেন্দ্র মোদির কাছে অকপট স্বীকারোক্তি বিরাট কোহলির

দয়ানন্দ গরানিকে এখন অনেকেই চেনেন হয়তো! তবে দীর্ঘ সময় ধরে তিনি পর্দার আড়ালেই কাজ করেছেন। টিম ইন্ডিয়ার জয়ে বিরাট-রোহিত-দ্রাবিড়ের অবদান নিয়ে চারপাশে এত কথা হচ্ছে। তার মাঝে দয়ানন্দকেও কিন্তু নতুন করে চিনেছে দেশের মানুষ।

 দিল্লি, মুম্বই হয়ে আজ কোলাঘাটের বাড়িতে ফিরলেন দয়ানন্দ গড়ানি৷ দয়ানন্দ গ্রামের বাড়িতে ফিরতেই তাঁকে নিয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে যায় কোলাঘাটের ছামিট্যা গ্রামে৷

কলকাতার একাধিক ক্লাবে  খেলেছেন তিনি। তার পর আইপিএল-এ সুযোগ পান দয়ানন্দ৷ এর পর সুযোগ আসে ভারতীয় দলে৷ ২০২০ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত দয়ানন্দ৷

—- Polls module would be displayed here —-

 নেটে ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশ্যালিস্ট তিনি। ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতির বল ছুঁড়তে পারেন তিনি। বিশ্বকাপ জয়ের পর রোহিত-বিরাটদের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছিলেন দয়ানন্দ। এমনকী ভিডিও কল করে বাড়ির লোকজনকে রোহিত, বিরাটদের দেখান। গ্রামের ছেলের এমন কীর্তিতে গ্রামবাসীদের গর্ব ও আনন্দের শেষ নেই।

আরও পড়ুন- দাদার পর এবার লর্ডসে ১১ বছরের বাংলার ছেলের ‘খুদেগিরি’,মাঠ কাঁপাচ্ছে ডন বস্কোর ডন

বাবার অসুস্থতার কারণেই তড়িঘড়ি বাড়ি ফিরে এসেছেন তিনি৷ এ দিন কোলাঘাট থেকে ছামিট্যা গ্রাম পর্যন্ত শোভাযাত্রা করে দয়ানন্দকে নিয়ে যান গ্রামবাসীরা৷ দেওয়া হয় সংবর্ধনা৷